Ajker Patrika

বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রধান ফটক ও অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌন ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত নারী তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। দুর্ঘটনার সময় ধানবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ছিটকে পড়েন। ট্রাকটি ওই নারীর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নারী বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সোলেমান মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হুসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত