কারাগারে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু

প্রতিনিধি, সিলেট
Thumbnail image

সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় মুজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬৮) নামের দণ্ডপ্রাপ্ত এক যুদ্ধাপরাধী মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার দুপুরে সেখানেই মারা যান মুজিবুর। 

মুজিবুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন। তিনি বলেন, বার্ধক্যজনিত রোগে তিনি মারা গেছেন। 

আমৃত্যু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে। যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালে তাঁকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। 

কারাগার সূত্র জানায়, মুজিবুরকে গ্রেপ্তারের পর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাঁকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ২৫ মে তাঁকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। মুজিবুর ও তাঁর আরও দুই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়ে দণ্ড দেন ট্রাইব্যুনাল। এরই মধ্যে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। শুক্রবার বুকের ব্যথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়লে সহকারী সার্জন তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত