হবিগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরে ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুটি প্রাইভেট কার ভাঙচুর ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে এই মিছিল বের হয়। এরপর থেকে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মুসলিম কোয়ার্টার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এরপর পৌর টাউন হলের সামনে সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি মো. বদরুল ইসলাম তানভীর ও ছাত্রলীগ নেতা সিয়ার আহমেদের প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়াও পুলিশের বিভিন্ন দল শহরে টহল জোরদার করেছে। শহরের কোর্ট স্টেশন, শায়েস্তানগর এলাকাসহ কয়েকটি স্থানে বিএনপি ও পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জানা গেছে।
তফসিল ঘোষণা হওয়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে টাউন হল রোডে একটি পথসভা করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বিএনপি-জামায়াত চোরগোপ্তা হামলা চালিয়েছে। তবে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করা হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই বিএনপি নেতা কর্মীরা একটি মিছিল বের করে। কয়েকটি গাড়ি ভাঙচুর করলে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা পালিয়ে যায়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরে ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুটি প্রাইভেট কার ভাঙচুর ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে এই মিছিল বের হয়। এরপর থেকে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় মুসলিম কোয়ার্টার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এরপর পৌর টাউন হলের সামনে সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগ শাখার সভাপতি মো. বদরুল ইসলাম তানভীর ও ছাত্রলীগ নেতা সিয়ার আহমেদের প্রাইভেট কার ভাঙচুর করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়। বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়াও পুলিশের বিভিন্ন দল শহরে টহল জোরদার করেছে। শহরের কোর্ট স্টেশন, শায়েস্তানগর এলাকাসহ কয়েকটি স্থানে বিএনপি ও পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা জানা গেছে।
তফসিল ঘোষণা হওয়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল বের করেন। মিছিল শেষে টাউন হল রোডে একটি পথসভা করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বিএনপি-জামায়াত চোরগোপ্তা হামলা চালিয়েছে। তবে আমাদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করা হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই বিএনপি নেতা কর্মীরা একটি মিছিল বের করে। কয়েকটি গাড়ি ভাঙচুর করলে তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা পালিয়ে যায়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে