সিলেট প্রতিনিধি
সিলেট মহানগর পুলিশের আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে এক নারী কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। এর আগে একই অভিযোগে প্রদীপ কুমার দাসকেও ক্লোজড করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই নারী কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে যুক্ত করা হয়।
অভিযুক্ত ওই নারী কনস্টেবল ছুটিতে ছিলেন। তাঁর ছুটি বাতিল করে ক্লোজড করা হয়। পাশাপাশি ছুটিতে থাকা অবস্থায় প্রদীপ কুমার দাসের কক্ষে রাতের বেলায় কী কারণে গেলেন—এই মর্মে উপযুক্ত কারণ দর্শাতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার রাতে আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ ওঠে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে।
পুলিশ জানায়, ছুটিতে থাকা ওই নারী কনস্টেবলকে রাতে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। পরে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
এরপর ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজড করে গত বৃহস্পতিবার পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফউল্লাহ তাহের জানান, অভিযুক্তের সত্যতা পেলে প্রদীপ এবং ওই নারী কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
সিলেট মহানগর পুলিশের আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে এক নারী কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। এর আগে একই অভিযোগে প্রদীপ কুমার দাসকেও ক্লোজড করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই নারী কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে যুক্ত করা হয়।
অভিযুক্ত ওই নারী কনস্টেবল ছুটিতে ছিলেন। তাঁর ছুটি বাতিল করে ক্লোজড করা হয়। পাশাপাশি ছুটিতে থাকা অবস্থায় প্রদীপ কুমার দাসের কক্ষে রাতের বেলায় কী কারণে গেলেন—এই মর্মে উপযুক্ত কারণ দর্শাতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার রাতে আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ ওঠে প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে।
পুলিশ জানায়, ছুটিতে থাকা ওই নারী কনস্টেবলকে রাতে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। পরে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।
এরপর ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসকে ক্লোজড করে গত বৃহস্পতিবার পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফউল্লাহ তাহের জানান, অভিযুক্তের সত্যতা পেলে প্রদীপ এবং ওই নারী কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন স্থগিত করেন। সেই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বে
৭ মিনিট আগেসাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ১৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ...
১১ মিনিট আগেরাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। আহত সমন্বয়কের নাম নুরুল ইসলাম শহীদ
৩৪ মিনিট আগেফরিদপুরের কানাইপুরে আলোচিত ওবায়দুর খান (২৮) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামিকে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সমালোচনা সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। তবে প্রতিষ্ঠানের প্রধান বলছেন, স্থানীয় রাজনৈতিক চাপে তাঁকে অতিথি করা হয়েছে।
১ ঘণ্টা আগে