কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
চা-শিল্পের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাগান মালিকেরা। মৌলভীবাজারের চা-বাগান মালিকেরা চা-শিল্পের সংকট উত্তরণে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসকের কাছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বরাবর মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম এর কাছে স্মারকলিপি দেন বাগান কর্তৃপক্ষ।
স্মারক লিপির লিখিত বক্তব্যে বাগান মালিকেরা বলেন, চা-শিল্পের অতিশয় সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছি। চা-শিল্পের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশ চা-বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে তাঁর দিক নির্দেশনা ও অপরিসীম অবদানের কথা। বিশেষ করে ২০২২ সালে চা-শিল্প শ্রমিক আন্দোলনের মুখে যে অচলাবস্থার সম্মুখীন হয়েছিল তা থেকে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণেই চা-শিল্প, সেই সংকট থেকে উদ্ধার পেয়েছিল।
প্রধানমন্ত্রী বর্তমানে চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় চা-শিল্পের ভীত নড়ে গেছে। কয়েক লাখ শ্রমিক এবং কর্মচারী তাদের জীবিকা নির্বাহের জন্য প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী চা-শিল্পের ওপর নির্ভরশীল। বর্তমানে নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় অনেক বাগান শ্রমিকদের মজুরি দিতে পারছেন না। চলমান পরিস্থিতিতে আপনার দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে এই সমস্যাবলীর সমাধানকল্পে আপনার হস্তক্ষেপ কামনা করেন।
নিনা আফজাল ইন্ডাস্ট্রিজ লি. (খাদিম চা বাগান) ও বালিসিরা হিল টি কো লি. (জঙ্গলবাড়ি চা বাগান) এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল রশিদ চৌধুরী বলেন, ‘ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ায় ফ্যাক্টরিতে সবুজ কাঁচা চা-পাতা (যা পচনশীল) প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে চায়ের মান রক্ষা করা সম্ভব হচ্ছে না। চা ফ্যাক্টরিগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি, চা-শিল্পের বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় ভ্যাট ও ট্যাক্স থেকে সাময়িক অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী চা-আমদানির জন্য উঠে পড়ে লেগেছে। এমতাবস্থায় চা-শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করে চা-আমদানি নিরুৎসাহিত করার কল্পে ব্যবস্থা গ্রহণসহ চা-শিল্প বাঁচাতে সুদৃষ্টি কামনা করছে বাগান মালিকেরা।’
স্মারকলিপি প্রদানকালে বাগান মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন—নিনা আফজাল ইন্ডাস্ট্রিজ লি. (খাদিম চা বাগান) ও বালিসিরা হিল টি কো লি. (জঙ্গলবাড়ি চা বাগান) এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল রশিদ চৌধুরী, সিলেট টি কো. লি. (মালিনিছড়া চা বাগান), দি দলই টি কো. লি. (দলই চা বাগান) ও রাজনগর টি কো. লি. (রাজনগর চা বাগান) এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আজম আলী, এম আহমেদ টি এন্ড ল্যান্ডস কো. লি. , চাঁনভাগ চা বাগান, আমীনাবাদ চা বাগান, হাবিবনগর চা-বাগান, খান চা-বাগান, লালাখাল চা-বাগান, আফিফানগর চা-বাগান পরিচালক তেহসিন চৌধুরীসহ বিভিন্ন চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
চা-শিল্পের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাগান মালিকেরা। মৌলভীবাজারের চা-বাগান মালিকেরা চা-শিল্পের সংকট উত্তরণে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসকের কাছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বরাবর মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম এর কাছে স্মারকলিপি দেন বাগান কর্তৃপক্ষ।
স্মারক লিপির লিখিত বক্তব্যে বাগান মালিকেরা বলেন, চা-শিল্পের অতিশয় সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছি। চা-শিল্পের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশ চা-বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে তাঁর দিক নির্দেশনা ও অপরিসীম অবদানের কথা। বিশেষ করে ২০২২ সালে চা-শিল্প শ্রমিক আন্দোলনের মুখে যে অচলাবস্থার সম্মুখীন হয়েছিল তা থেকে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণেই চা-শিল্প, সেই সংকট থেকে উদ্ধার পেয়েছিল।
প্রধানমন্ত্রী বর্তমানে চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় চা-শিল্পের ভীত নড়ে গেছে। কয়েক লাখ শ্রমিক এবং কর্মচারী তাদের জীবিকা নির্বাহের জন্য প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী চা-শিল্পের ওপর নির্ভরশীল। বর্তমানে নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় অনেক বাগান শ্রমিকদের মজুরি দিতে পারছেন না। চলমান পরিস্থিতিতে আপনার দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে এই সমস্যাবলীর সমাধানকল্পে আপনার হস্তক্ষেপ কামনা করেন।
নিনা আফজাল ইন্ডাস্ট্রিজ লি. (খাদিম চা বাগান) ও বালিসিরা হিল টি কো লি. (জঙ্গলবাড়ি চা বাগান) এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল রশিদ চৌধুরী বলেন, ‘ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ায় ফ্যাক্টরিতে সবুজ কাঁচা চা-পাতা (যা পচনশীল) প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হচ্ছে। বিশেষ করে চায়ের মান রক্ষা করা সম্ভব হচ্ছে না। চা ফ্যাক্টরিগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি, চা-শিল্পের বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনায় ভ্যাট ও ট্যাক্স থেকে সাময়িক অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী চা-আমদানির জন্য উঠে পড়ে লেগেছে। এমতাবস্থায় চা-শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমদানির ওপর শুল্ক বৃদ্ধি করে চা-আমদানি নিরুৎসাহিত করার কল্পে ব্যবস্থা গ্রহণসহ চা-শিল্প বাঁচাতে সুদৃষ্টি কামনা করছে বাগান মালিকেরা।’
স্মারকলিপি প্রদানকালে বাগান মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন—নিনা আফজাল ইন্ডাস্ট্রিজ লি. (খাদিম চা বাগান) ও বালিসিরা হিল টি কো লি. (জঙ্গলবাড়ি চা বাগান) এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল রশিদ চৌধুরী, সিলেট টি কো. লি. (মালিনিছড়া চা বাগান), দি দলই টি কো. লি. (দলই চা বাগান) ও রাজনগর টি কো. লি. (রাজনগর চা বাগান) এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আজম আলী, এম আহমেদ টি এন্ড ল্যান্ডস কো. লি. , চাঁনভাগ চা বাগান, আমীনাবাদ চা বাগান, হাবিবনগর চা-বাগান, খান চা-বাগান, লালাখাল চা-বাগান, আফিফানগর চা-বাগান পরিচালক তেহসিন চৌধুরীসহ বিভিন্ন চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রিকশাচালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় ৷ খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে ৷
২ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৩ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৪৩ মিনিট আগে