সিকৃবির ‘মনগড়া’ ভিসির বিদায়, নতুন ভিসি ড. আলিমুল 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২১: ২৪
Thumbnail image

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক। 

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬–এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’ 

শর্তগুলো হলো— (ক) ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে, (খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন, (গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, (ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং (ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পরদিন সদ্য পদত্যাগী ভিসি মো. জামাল উদ্দিন ভূঞাকে পদত্যাগে চাপ দেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাঁকে জোরপূর্বক ১০ দিনের ছুটিতে পাঠানো হয়। ছুটি শেষ হলে তাঁকে আর ক্যাম্পাসে ফিরতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে ২১ আগস্ট পদত্যাগ করেন তিনি। 

একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রে, বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলে আলোচনাক্রমে একজন ডিনকে সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদানের জন্য বলা হয়। ডিন মো. ছিদ্দিকুল ইসলাম এ দায়িত্ব পান।

তিনি দায়িত্ব নিয়েই বসে যান ভিসির চেয়ারে। আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে বসিয়ে দেন বিএনপি-জামায়াতপন্থীদের। এমনকি চিঠিপত্রে নিজেকে ভিসি হিসেবে উল্লেখ করেন। অথচ তাঁকে কর্তৃপক্ষ ভিসি পদে নিয়োগ দেয়নি। ২২ আগস্ট ভিসির ক্ষমতাবলে সাবেক সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারে সংযুক্ত করেন। 

পাশাপাশি কৌলীতত্ত্ব ও প্রাণী প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমানকে রেজিস্ট্রারের (অ. দা.) দায়িত্ব দেন। এই আদেশে লেখা হয়, ‘ড. মো. ছিদ্দিকুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।’ এ নিয়ে ২৮ আগস্ট আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘সিকৃবির “মনগড়া” ভিসি ছিদ্দিকুল’ শিরোনাম একটি সংবাদ প্রকাশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত