Ajker Patrika

সুনামগঞ্জে নৌকার এজেন্টকে ৩ বছরের কারাদণ্ড 

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নৌকার এজেন্টকে ৩ বছরের কারাদণ্ড 

সুনামগঞ্জ সদরের মোহনপুর ইউনিয়নে জালভোট দেওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পোলিং এজেন্ট মো. সাইদুল আমিনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আজ রোববার বিকেলে সদর উপজেলার বানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারা অবস্থায় হাতেনাতে আটক করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান এ রায় দেন।

জানা গেছে, মোহনপুর ইউনিয়নের বানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নৌকার পোলিং এজেন্ট মো. সাইদুল আমিনকে ব্যালট পেপারে সিল মারা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। 

এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত