Ajker Patrika

কারাগারে অসুস্থ যুবদল নেতাকে হাসপাতালে পাঠানো হলো ডান্ডাবেড়ি পরিয়ে

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৭
কারাগারে অসুস্থ যুবদল নেতাকে হাসপাতালে পাঠানো হলো ডান্ডাবেড়ি পরিয়ে

কারাগারে অসুস্থ হয়ে পড়া হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। গত সোমবার অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার তাঁকে ডান্ডাবেড়ি পরা অবস্থায়ই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মতিয়ার রহমান বলেন, ‘প্রেশারের কারণে যুবদল নেতা জালাল অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিলেটে পাঠানো হয়। সিলেট হাসপাতালেও তিনি ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন। কারণ সুস্থ হয়ে তিনি পালিয়ে যেতে পারেন।’

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জালাল আহমদ। ছবি: আজকের পত্রিকাজেলা যুবদলের সদস্যসচিব শফিকুর রহমান সেতু বলেন, ‘জালাল আহমেদ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাঁকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময়ও তাঁর ডান্ডাবেড়ি খোলা হয়নি।’

জালালের আইনজীবী আফজাল আহমদ সাংবাদিকদের বলেন, প্রায় তিন মাস আগে নবীগঞ্জ উপজেলার একটি মামলায় জালাল আহমেদকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর আদালত তাঁকে জামিন দেন। ওই দিনই গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলগেট থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি নন।’

এ বিষয়ে বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন আজকের পত্রিকাকে বলেন, ‘একজন অসুস্থ রাজনৈতিক নেতাকে এভাবে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেওয়া সব রাজনীতিবিদের জন্যই অপমানজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত