Ajker Patrika

তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ শুরু হয়েছে ‘ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ ’। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ শুরু হয়েছে ‘ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ ’। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫ ’। বাংলাদেশ মনিটর আয়োজিত মেলার এটি ২০তম আসর। আজ বৃহস্পতিবার এর উদ্বোধন করেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মো. সুহাদা ওথমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম, ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাফকাত হোসেন এবং ফার্স্ট ট্রিপের প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাইন রফিক।

মেলায় প্রধান স্পনসর হিসেবে থাকছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কো-স্পনসর অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্ট ট্রিপ ও আকিজ এয়ার। এয়ারলাইনস পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এবারের মেলায় সংযুক্ত আরব আমিরাত, ইরান, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, জর্ডান, ভারতসহ বাংলাদেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান এবং পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য সংস্থা। মেলা চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠান আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ১০টি আন্তর্জাতিক রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। ফার্স্ট ট্রিপ অনলাইনে ইউএস-বাংলা এয়ারলাইনস এবং এয়ার এ্যাস্ট্রার টিকিটে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফার দিচ্ছে। এ ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান দেশি-বিদেশি এয়ার টিকিট, হোটেল ও রিসোর্ট বুকিংয়ে বিশেষ ছাড় দিচ্ছে।

এ পর্যটন মেলা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি জনপ্রতি ৫০ টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের মাধ্যমে র‍্যাফল ড্রতে অংশ নিয়ে ৪৫টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। পুরস্কারের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের রিটার্ন টিকিট, দেশ-বিদেশের হোটেল ও রিসোর্টে থাকার সুযোগ এবং তারকা হোটেলগুলোর লাঞ্চ ও ডিনার অফার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত