নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন পবিত্র রমজানের আগে অত্যাবশ্যকীয় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১১ পণ্যের নিরাপদ মজুত গড়ায় সহায়ক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে পণ্যগুলো আমদানিতে সাপ্লায়ার্স-বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্ব বিল লেনদেন সম্পন্নের পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।
গতকাল এ বিষয়ে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এ নির্দেশনা প্রতিপালনে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছেও বাংলাদেশ ব্যাংক চিঠি পাঠিয়ে অবহিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আমদানি লেনদেন সহজ করার লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ আমদানি করা পণ্যের বিল পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। যেসব পণ্য আগে আমদানি করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও পরবর্তী ৯০ দিনের মধ্যে বিল পরিশোধের শর্ত কার্যকর হবে।
প্রসঙ্গত, ৬ নভেম্বর পণ্য আমদানির ক্ষেত্রে আগে ১০০ শতাংশ মার্জিন বা জামানত মূল্য রাখার নির্দেশ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এখন সেই মার্জিন নির্ধারণ করা হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে।
জারিকৃত প্রজ্ঞাপনে আরও বলা হয়, রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় ওই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই উদ্যোগ। এর ফলে উল্লিখিত পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে এই অগ্রাধিকার নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
খাত সংশ্লিষ্টদের মতে, এলসি মার্জিন শিথিল করার কারণে আমদানিকারকদের নগদ টাকা কম লাগবে। এতে আমদানির খরচও কম হবে। ফলে এ সুবিধার কারণে বাজারে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমার কথা। ডলার-সংকটে সাম্প্রতিক সময়ে এসব পণ্যের এলসি খোলা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ডাল, ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন ফলের এলসি খুলতে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। আগামী রোজায় প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আসন্ন পবিত্র রমজানের আগে অত্যাবশ্যকীয় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১১ পণ্যের নিরাপদ মজুত গড়ায় সহায়ক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে পণ্যগুলো আমদানিতে সাপ্লায়ার্স-বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্ব বিল লেনদেন সম্পন্নের পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।
গতকাল এ বিষয়ে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এ নির্দেশনা প্রতিপালনে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছেও বাংলাদেশ ব্যাংক চিঠি পাঠিয়ে অবহিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আমদানি লেনদেন সহজ করার লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ আমদানি করা পণ্যের বিল পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। যেসব পণ্য আগে আমদানি করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও পরবর্তী ৯০ দিনের মধ্যে বিল পরিশোধের শর্ত কার্যকর হবে।
প্রসঙ্গত, ৬ নভেম্বর পণ্য আমদানির ক্ষেত্রে আগে ১০০ শতাংশ মার্জিন বা জামানত মূল্য রাখার নির্দেশ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এখন সেই মার্জিন নির্ধারণ করা হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে।
জারিকৃত প্রজ্ঞাপনে আরও বলা হয়, রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় ওই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই উদ্যোগ। এর ফলে উল্লিখিত পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে এই অগ্রাধিকার নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
খাত সংশ্লিষ্টদের মতে, এলসি মার্জিন শিথিল করার কারণে আমদানিকারকদের নগদ টাকা কম লাগবে। এতে আমদানির খরচও কম হবে। ফলে এ সুবিধার কারণে বাজারে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমার কথা। ডলার-সংকটে সাম্প্রতিক সময়ে এসব পণ্যের এলসি খোলা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ডাল, ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন ফলের এলসি খুলতে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। আগামী রোজায় প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ব্যাপক হারে হ্রাস পাবে। বিশ্বব্যাপী এর প্রভাব কেমন হবে? এটি ১৯৮০ সালে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদারীকরণ যুগের অবসান ঘটাবে নাকি...
৮ ঘণ্টা আগেস্বাধীনতার পর জাহাজে করে পাকিস্তান থেকে বাংলাদেশের সমুদ্রবন্দরে পণ্য পরিবহন বন্ধ ছিল। এতদিন পাকিস্তানি পণ্য তৃতীয় দেশ হয়ে জাহাজে করে বাংলাদেশ আসত। সেসব পণ্যও বন্দরে পৌঁছার পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে পাকিস্তানের সঙ্
৮ ঘণ্টা আগেবাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১১ ঘণ্টা আগেঅক্টোবরে ভারতের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ, আর টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশে অস্থিরতা শুরুর পর ভারতে পোশাক রপ্তানির অর্ডার বেড়েছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে তুলে ধরা হয়।
১৪ ঘণ্টা আগে