নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন পবিত্র রমজানের আগে অত্যাবশ্যকীয় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১১ পণ্যের নিরাপদ মজুত গড়ায় সহায়ক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে পণ্যগুলো আমদানিতে সাপ্লায়ার্স-বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্ব বিল লেনদেন সম্পন্নের পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।
গতকাল এ বিষয়ে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এ নির্দেশনা প্রতিপালনে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছেও বাংলাদেশ ব্যাংক চিঠি পাঠিয়ে অবহিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আমদানি লেনদেন সহজ করার লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ আমদানি করা পণ্যের বিল পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। যেসব পণ্য আগে আমদানি করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও পরবর্তী ৯০ দিনের মধ্যে বিল পরিশোধের শর্ত কার্যকর হবে।
প্রসঙ্গত, ৬ নভেম্বর পণ্য আমদানির ক্ষেত্রে আগে ১০০ শতাংশ মার্জিন বা জামানত মূল্য রাখার নির্দেশ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এখন সেই মার্জিন নির্ধারণ করা হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে।
জারিকৃত প্রজ্ঞাপনে আরও বলা হয়, রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় ওই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই উদ্যোগ। এর ফলে উল্লিখিত পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে এই অগ্রাধিকার নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
খাত সংশ্লিষ্টদের মতে, এলসি মার্জিন শিথিল করার কারণে আমদানিকারকদের নগদ টাকা কম লাগবে। এতে আমদানির খরচও কম হবে। ফলে এ সুবিধার কারণে বাজারে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমার কথা। ডলার-সংকটে সাম্প্রতিক সময়ে এসব পণ্যের এলসি খোলা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ডাল, ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন ফলের এলসি খুলতে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। আগামী রোজায় প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আসন্ন পবিত্র রমজানের আগে অত্যাবশ্যকীয় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১১ পণ্যের নিরাপদ মজুত গড়ায় সহায়ক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে পণ্যগুলো আমদানিতে সাপ্লায়ার্স-বায়ার্স ক্রেডিটের আওতায় বিলম্ব বিল লেনদেন সম্পন্নের পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।
গতকাল এ বিষয়ে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এ নির্দেশনা প্রতিপালনে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছেও বাংলাদেশ ব্যাংক চিঠি পাঠিয়ে অবহিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আমদানি লেনদেন সহজ করার লক্ষ্যে চলতি বছরের ৩১ মার্চ আমদানি করা পণ্যের বিল পরবর্তী ৯০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। যেসব পণ্য আগে আমদানি করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও পরবর্তী ৯০ দিনের মধ্যে বিল পরিশোধের শর্ত কার্যকর হবে।
প্রসঙ্গত, ৬ নভেম্বর পণ্য আমদানির ক্ষেত্রে আগে ১০০ শতাংশ মার্জিন বা জামানত মূল্য রাখার নির্দেশ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এখন সেই মার্জিন নির্ধারণ করা হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে।
জারিকৃত প্রজ্ঞাপনে আরও বলা হয়, রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় ওই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই উদ্যোগ। এর ফলে উল্লিখিত পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে এই অগ্রাধিকার নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
খাত সংশ্লিষ্টদের মতে, এলসি মার্জিন শিথিল করার কারণে আমদানিকারকদের নগদ টাকা কম লাগবে। এতে আমদানির খরচও কম হবে। ফলে এ সুবিধার কারণে বাজারে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমার কথা। ডলার-সংকটে সাম্প্রতিক সময়ে এসব পণ্যের এলসি খোলা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ডাল, ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন ফলের এলসি খুলতে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। আগামী রোজায় প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের জন্য এ বছর পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি। বাকি চার ঝুঁকি হলো চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা, তাপপ্রবাহ ইত্যাদি), দূষণ (বায়ু, পানি, মাটি), বেকারত্ব বা অর্থনৈতিক সুযোগের ঘাটতি এবং অর্থনৈতিক নিম্নমুখিতা...
২ ঘণ্টা আগেপাঁচ বছর অন্যের বাসায় কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন গৃহকর্মী রেহানা আক্তার। সেই টাকা পুরোটাই নিয়ে গেছেন তাঁর স্বামী। এখন টাকা চাইতে গেলে উল্টো তাঁর ওপর নেমে আসে শারীরিক নির্যাতন। রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শীত, গ্রীষ্ম দেহি নাই। পাঁচ বছর মানুষের বাসায় কাম কইরা দুই লাখ টাহা জমাইছিলাম...
৫ ঘণ্টা আগেরাশিয়ার তেল-বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে ডিজেলের দাম বেড়েছে। বেড়ে গেছে পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২০ ঘণ্টা আগে‘ভ্যাট ফাঁকিতে আইপিডিসি ফাইন্যান্স’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি বলছে, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, তথ্যগত ভুল রয়েছে। এনবিআরের নিয়মিত নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৮-২০২২ করবর্ষের জন্য আইপিডিসির ভ্য
২০ ঘণ্টা আগে