Ajker Patrika

পোশাকশ্রমিকদের ডিজিটাল লোন সুবিধা দিতে আপন বাজার ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪৫
পোশাকশ্রমিকদের ডিজিটাল লোন সুবিধা দিতে আপন বাজার ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের ছোট আকারের ইনস্ট্যান্ট ডিজিটাল লোন সুবিধা দেওয়ার লক্ষ্যে ‘আপন বাজার’–এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো তৈরি পোশাক খাতের কর্মীদের অর্থায়ন সুবিধা প্রদানের মাধ্যমে তাঁদের জীবনমান উন্নত করা। এই ডিজিটাল লোন মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই ডিজবার্স করা হবে। এতে কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না। 

এই চুক্তির ফলে এখন থেকে আরএমজি সেক্টরের কর্মীরা ব্যাংকিং আওয়ারের বাইরেও যেকোনো সময় নিজেদের ফোন থেকে মাত্র কয়েক ক্লিকেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। কোনো ধরনের কাগজপত্র ছাড়াই তাঁরা ৫০ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন। 

২৯ আগস্ট ২০২৪ ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আপন বাজারের ডিরেক্টর শেখ সাইফ আল রশিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আমাদের এই যৌথ উদ্যোগটি আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিজনেস মডেলটি এই সেক্টরের কর্মীদের, বিশেষ করে নারীদের জন্য আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। এসএমই কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

এর আগে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে স্বল্প আয়ের মানুষদের জন্য নতুন ডিজিটাল লোন প্রপোজিশন ‘জীবিকা’ চালু করেছিল। রিয়েল-টাইম লোন ডিজবার্সমেন্টের লক্ষ্যে আবেদনকারীর ঋণ গ্রহণের সক্ষমতা যাচাই-বাছাইসহ অন্যান্য জিনিস মূল্যায়নের প্রক্রিয়া মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা হয়। 

আপন বাজার হলো আরএমজি সেক্টরের কর্মীদের জন্য সাশ্রয়ী পণ্য এবং সেবা নিশ্চিতে দেশের মার্কেটপ্লেসে কাজ করা অগ্রণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কারখানার অভ্যন্তরে দোকান পরিচালনা করে এবং স্বাভাবিক দামের চেয়ে কিছুটা ছাড়ে কারখানার শ্রমিকদের কাছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—আপনের ডিরেক্টর ইয়াসির আরাফাত, ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান এবং হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রোডাক্ট আজিজুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

টিকিটের কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লালমনিরহাটে জেলা বিএনপির নেতা আটক

ট্রাম্পের শুল্কে বাংলাদেশের সর্বনাশ, ভারতসহ যাদের পৌষ মাস

ট্রাম্পের শুল্কের ধাক্কায় এশিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ব্যাংক খাত: মুডিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত