Ajker Patrika

আতঙ্ক কেটে উত্থানে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আতঙ্ক কেটে উত্থানে পুঁজিবাজার

দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোয় বুধবারে বড় দরপতনের ধাক্কা সামলে নিয়েছে পুঁজিবাজার। গতকাল বৃহস্পতিবার আতঙ্ক কাটতে দেখা গেছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণে সূচকের বড় উত্থান ও লেনদেন বেড়েছে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটির পর বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মোবাইল ইন্টারনেট না থাকা, সব বাসাবাড়িতে ব্রডব্যান্ড সংযোগ না থাকা এবং থাকলেও সচল না থাকায় বিনিয়োগকারীরা শেয়ারদরের উত্থান-পতন দেখে ক্রয় বা বিক্রয়ের আদেশ দেওয়ার সুযোগ পাননি। এতে বড় পতনের সঙ্গে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বাজারে ক্রেতার চাপ বাড়ায় অল্প সময়ের মধ্যেই দাম বাড়ার তালিকায় চলে আসে বেশির ভাগ প্রতিষ্ঠান। সময় গড়ানোর সঙ্গে দাম বাড়ার তালিকাও বড় হয়।

এতে দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৬টির এবং ৪০টি অপরিবর্তিত ছিল। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে আগের দিনের মতো বৃহস্পতিবারও মোবাইল অ্যাপ ব্যবহার করে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারেননি। একই সঙ্গে ইন্টারনেটেও ধীরগতি। এর মাঝেও ডিএসইতে হাতবদল হয়েছে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসে ছিল ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩৭ কোটি ৯৭ লাখ টাকা।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ইন্টারনেটের সমস্যা থাকলেও বুধবারের চেয়ে বৃহস্পতিবার পরিস্থিতি ভালো ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

টিকিটের কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লালমনিরহাটে জেলা বিএনপির নেতা আটক

ট্রাম্পের শুল্কে বাংলাদেশের সর্বনাশ, ভারতসহ যাদের পৌষ মাস

বাংলাদেশসহ ১৪ দেশের ভিসা স্থগিত করল সৌদি আরব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত