ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও চেক ফেরত দেওয়া হচ্ছে: বিকেএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৬: ১২
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৬: ৩০
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. হাতেম আলী। ছবি: আজকের পত্রিকা

ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও চেক ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. হাতেম আলী। তিনি বলেন, ‘ব্যাংক থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমাদের চেক ফেরত দেওয়া হচ্ছে।’

আজ রোববার দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

হাতেম আলী বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাংকে। আমাদের ব্যাংকে টাকা আছে, কিন্তু ১০-১২টি ব্যাংক থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি না। আমাদের চেকগুলো ফেরত দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা চাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত