Ajker Patrika

নির্বাচন ঘিরে অনিশ্চয়তার প্রভাব পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৫: ১৮
নির্বাচন ঘিরে অনিশ্চয়তার প্রভাব পুঁজিবাজারে

চলমান অর্থনৈতিক সংকট এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। সদ্য বিদায়ী সপ্তাহে দরপতনের মাধ্যমে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই সপ্তাহ পতন দেখলেন বিনিয়োগকারীরা।

বিভিন্ন ব্রোকারেজ হাউসের সাপ্তাহিক বিশ্লেষণ এবং পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান সামষ্টিক অর্থনৈতিক উদ্বেগ এবং আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির কারণে আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। স্বল্প সময়ে মুনাফা গ্রহণের চেষ্টায় আছেন তাঁরা। এই প্রবণতা বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের পতন ত্বরান্বিত করেছে।

সপ্তাহটিতে ৪০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২২৯টির। এর প্রভাবে সাধারণ সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে। সূচক কমলেও সপ্তাহটিতে বাজার মূলধন বেড়েছে ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ।

তবে বিদায়ী সপ্তাহে বিক্রির চাপে দরপতনের মধ্যেও চতুর বিনিয়োগকারীরা শেয়ার কেনায় আগ্রহী ছিলেন। সদ্য সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কৌশলী বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন এবং তাঁদের পোর্টফোলিও পুনরায় সাজিয়েছেন। ফলে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৬১ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত