শীত ও চীনের অভ্যন্তরীণ চাহিদায় তেলের দামে রেকর্ড

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৭
Thumbnail image
জ্বালানি তেলের দাম বেড়ে দুই মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ছবি: এআই দিয়ে তৈরি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতি আজ সোমবারেও অব্যাহত। এই ঊর্ধ্বগতির কারণে জ্বালানি তেলের দাম অক্টোবরের পর, অর্থাৎ দুই মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। উত্তর গোলার্ধে শীতল আবহাওয়া এবং চীনের অর্থনৈতিক প্রণোদনা ব্যবস্থা বিশ্বব্যাপী জ্বালানি চাহিদা বৃদ্ধির প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১টা ২৫ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার (যেসব জ্বালানি ভবিষ্যতের কোনো একসময়ে বিক্রি করা হবে, কিন্তু চুক্তি এখন হচ্ছে) ১৫ সেন্ট বা দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। এই মূল্য গত ১৪ অক্টোবরের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ১৮ ডলারে। যা ১১ অক্টোবরের পর সর্বোচ্চ।

বেইজিং প্রায় নেতিয়ে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে আর্থিক প্রণোদনা বাড়াচ্ছে। গত শুক্রবার চীন ঘোষণা করেছে, ব্যবসায়িক বিনিয়োগ এবং ভোক্তাবান্ধব উদ্যোগকে উৎসাহিত করার জন্য ২০২৫ সালে অতি দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ড থেকে অর্থায়ন ব্যাপকভাবে বাড়ানো হবে।

এ ছাড়া, শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এটি ব্যাংকগুলোর রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও (অর্থাৎ, কোনো একটি ব্যাংককে সব সময় যে পরিমাণ অর্থ রিজার্ভ হিসেবে রাখতে হয়) এবং সুদের হার সঠিক সময়ে কমাবে।

গত বছর, চীনের অর্থনীতির ধীর প্রবৃদ্ধি এবং পরিবহন খাতে পরিচ্ছন্ন জ্বালানির দিকে ঝুঁকে পড়ার কারণে চীনের অপরিশোধিত তেল আমদানি এবং জ্বালানি চাহিদা কমেছিল। চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম ভোক্তা।

বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচ আশা করছে, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রত্যাশিত নীতিগত পরিবর্তন এবং কঠোর নিষেধাজ্ঞার ফলে ইরানের উৎপাদন এবং রপ্তানি দ্বিতীয় প্রান্তিকে হ্রাস পাবে। ওপেক উৎপাদক দেশের উৎপাদন দ্বিতীয় প্রান্তিকে দৈনিক ৩ লাখ ব্যারেল কমে ৩ দশমিক ২৫ মিলিয়ন ব্যারেলে নেমে আসতে পারে।

যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী রিগের সংখ্যা—যা ভবিষ্যৎ উৎপাদনের একটি সূচক—গত সপ্তাহে একটি কমে ৪৮২-তে নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত