নারী উদ্যোক্তাদের ঋণ বরাদ্দ বাড়ানো হবে: উপদেষ্টা শারমীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৮
Thumbnail image
জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২৪ তম সভায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

জয়িতাদের ঋণ বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ রোববার বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২৪তম সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘জয়িতা ফাউন্ডেশন গত ২০২২- ২৩ অর্থবছরে বরাদ্দকৃত ৪৯ দশমিক ৯২ কোটি টাকা থেকে নারী উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বিতরণের লক্ষ্যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করে রেজিস্ট্রেশনকৃত নারী উদ্যোক্তা ও সমিতির উদ্যোক্তাদের ঋণ সহায়তা করে যাচ্ছে। উদ্যোক্তারা ঋণ পরিশোধও করেছে। আগামীতে এ ঋণের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।’

জয়িতা ফাউন্ডেশন সম্পর্কে শারমীন মুরশিদ বলেন, ‘নারী মুক্তির মহৎ স্বপ্নের নাম জয়িতা। দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের নারী জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের ধারা গতিশীল করার লক্ষ্যে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।’

শারমীন মুরশিদ আরও বলেন, ‘জয়িতা ফাউন্ডেশনের অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই।’

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জয়িতা টাওয়ার নির্মাণকাজের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জয়িতা ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম শুরু করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত