নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ২৫ কোটি টাকা পরিশোধ করছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস। টাকা না দিয়ে কৌশলে সময়ক্ষেপণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এর আগেও টাকা না দেওয়ায় সাজার মুখে পড়েছিল আমরা টেকনোলজিস। তারপরও টাকা না দিয়ে বিটিআরসিকে ঘোরাচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, পাওনা আদায়ে বিটিআরসি যখনই উদ্যোগ নিয়েছে, তখনই কিস্তির সুযোগ প্রার্থনা করেছে আমরা টেকনোলজিস কর্তৃপক্ষ। সুযোগ দিলে কিস্তির সংখ্যা বাড়ানোর দাবি তুলেছে। সেটা মঞ্জুর করলে বিলম্ব ফি মওকুফের আবেদন করেছে। তারপরও পাওনা আদায় করা যায়নি। এই বৃত্তেই ঘুরপাক খাচ্ছে আমরা টেকনোলজিসের পাওনা পরিশোধের বিষয়টি।
তথ্যমতে, সর্বশেষ বছরের লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, লেট ফি ও কর বাবদ বকেয়া পরিশোধ করছে না আমরা টেকনোলজিস। এতে করে প্রতিষ্ঠানটির কাছে এখন বিটিআরসির পাওনা দাঁড়িয়েছে ২৫ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকা।
বিটিআরসির শীর্ষ কর্মকর্তারা বলছেন, পাওনা পরিশোধে প্রতিষ্ঠানটি সময়ক্ষেপণ করছে। পাওনা আদায়ে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র জানায়, পাওনা টাকা চেয়ে বারবার নোটিশ দিলেও আমরা টেকনোলজিস কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ২০২২ সালের জুলাইয়ে ৪১ কোটি ৯৯ লাখ টাকা বকেয়ার জন্য প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ ব্যান্ডইউথ ক্যাপাসিটি ব্লক করে বিটিআরসি।
পরে ওই মাসের শেষের দিকে ২০ কোটি টাকা পরিশোধ করলে ব্লক তুলে নেওয়া হয়। তবে বাকি টাকা পরিশোধ না করায় এক সময় বকেয়ার পরিমাণ দাঁড়ায় ২৯ কোটি ৮৮ লাখ টাকা, যা ২৪টি মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ দেয় বিটিআরসি।
আমরা টেকনোলজিস ১০টি কিস্তি পরিশোধ করে, কিস্তি দেওয়া বন্ধ করে দেয়। বাকি ১২ কোটি ৪৫ লাখ টাকা আদায়ে ২০২৩ সালের নভেম্বরে বিটিআরসি আবার নোটিশ দেয়। তারপর কিস্তির আবেদন করে আমরা টেকনোলজিস। ৩৬টি কিস্তিতে এই টাকা দিতে চায় প্রতিষ্ঠানটি।
একমাস পর ডিসেম্বরে ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয় বিটিআরসি। প্রতিষ্ঠানটি ফের কিস্তিতে পরিশোধের আবেদন করে। সেবার বিটিআরসি ১০ কোটি টাকা এককালীন দিয়ে বাকি টাকা ১৮টি কিস্তিতে প্রদানের সুযোগ দেয়। এরপরও আমরা টেকনোলজিস আর পাওনা দেয়নি। শেষে বিটিআরসি চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির শতভাগ ব্যান্ডউইথ ক্যাপিং করে দেয়।
ক্যাপিং হলো ডেটার আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম স্থানান্তর ক্ষমতাকে সীমাবদ্ধ করা। সাধারণত কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা নিয়ম পরিপালন না করলে শাস্তি হিসেবে ব্যান্ডউইথ ক্যাপিং করা হয়।
এর কয়েকমাস পর চলতি বছরের জুনে বিটিআরসিকে চিঠি দিয়ে আমরা টেকনোলজিস জানায়, বিটিআরসির পাওনা ২২ কোটি ৬৪ লাখ টাকার মধ্যে ১৬ কোটি ২৪ লাখ টাকা ৩ কিস্তিতে দেবে। আর বাকি টাকা ২৫টি মাসিক কিস্তিতে দেবে। তবে, শর্ত হিসেবে বিটিআরসিকে ক্যাপিং প্রত্যাহারের অনুরোধ জানায়।
বিটিআরসি কোম্পানিটিকে পাওনা পরিশোধে সুবিধা দেয়। আমরা কর্তৃপক্ষের দাবির বিপরীতে টাকার পরিমাণ কমিয়ে ৮ কোটি টাকা এককালীন এবং বাকি টাকা ২৫টি মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়। কিন্তু পাওনা পরিশোধ না করে কোম্পানি কর্তৃপক্ষ ফের কিস্তির আবেদন করে। কোম্পানি ৫ কোটি টাকা এককালীন দিয়ে ব্লক প্রত্যাহার চায় এবং ৪ মাস পর বাকি টাকা ৩৬টি কিস্তিতে দেওয়ার কথা বলে। একইসঙ্গে বিলম্ব ফি মওকূফের আবদার করে।
সর্বশেষ গত সেপ্টেম্বরের শেষদিকে ক্যাপিং প্রত্যাহারের দাবি করে আমরা টেকনোলজিস। একইসঙ্গে ক্যাপিং প্রত্যাহারের ৬ মাস পর ৪৮টি কিস্তিতে টাকা পরিশোধ করতে চায়। সঙ্গে বিলম্ব ফিও মওকুফ চায়।
বিটিআরসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা টেকনোলজিস টাকা না দিয়ে সময়ক্ষেপণ করছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ আবেদনের সঙ্গে লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আনার অনুরোধ করছে। এই চাওয়া বাস্তবসম্মত নয়।’
এসব বিষয়ে আমরা টেকনোলজিসের কোম্পানি সচিব সৈয়দ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ৭-৮ মাস আগের পুরোনো ইস্যু। এটা নিয়ে নতুন করে কিছু বলতে পারছি না।’
তাহলে এই সময়ের মধ্যেও কেন পাওনা পরিশোধ করা হয়নি—এমন প্রশ্নের জবাবে সৈয়দ মনিরুজ্জামান বলেন, ‘সেই জবাব এখন আমার আপনার কাছে দেওয়া মুশকিল, সেটাই বোঝাচ্ছি আপনাকে।’
টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ২৫ কোটি টাকা পরিশোধ করছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস। টাকা না দিয়ে কৌশলে সময়ক্ষেপণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এর আগেও টাকা না দেওয়ায় সাজার মুখে পড়েছিল আমরা টেকনোলজিস। তারপরও টাকা না দিয়ে বিটিআরসিকে ঘোরাচ্ছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, পাওনা আদায়ে বিটিআরসি যখনই উদ্যোগ নিয়েছে, তখনই কিস্তির সুযোগ প্রার্থনা করেছে আমরা টেকনোলজিস কর্তৃপক্ষ। সুযোগ দিলে কিস্তির সংখ্যা বাড়ানোর দাবি তুলেছে। সেটা মঞ্জুর করলে বিলম্ব ফি মওকুফের আবেদন করেছে। তারপরও পাওনা আদায় করা যায়নি। এই বৃত্তেই ঘুরপাক খাচ্ছে আমরা টেকনোলজিসের পাওনা পরিশোধের বিষয়টি।
তথ্যমতে, সর্বশেষ বছরের লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, লেট ফি ও কর বাবদ বকেয়া পরিশোধ করছে না আমরা টেকনোলজিস। এতে করে প্রতিষ্ঠানটির কাছে এখন বিটিআরসির পাওনা দাঁড়িয়েছে ২৫ কোটি ৯ লাখ ৮৫ হাজার টাকা।
বিটিআরসির শীর্ষ কর্মকর্তারা বলছেন, পাওনা পরিশোধে প্রতিষ্ঠানটি সময়ক্ষেপণ করছে। পাওনা আদায়ে কী ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র জানায়, পাওনা টাকা চেয়ে বারবার নোটিশ দিলেও আমরা টেকনোলজিস কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ২০২২ সালের জুলাইয়ে ৪১ কোটি ৯৯ লাখ টাকা বকেয়ার জন্য প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ ব্যান্ডইউথ ক্যাপাসিটি ব্লক করে বিটিআরসি।
পরে ওই মাসের শেষের দিকে ২০ কোটি টাকা পরিশোধ করলে ব্লক তুলে নেওয়া হয়। তবে বাকি টাকা পরিশোধ না করায় এক সময় বকেয়ার পরিমাণ দাঁড়ায় ২৯ কোটি ৮৮ লাখ টাকা, যা ২৪টি মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ দেয় বিটিআরসি।
আমরা টেকনোলজিস ১০টি কিস্তি পরিশোধ করে, কিস্তি দেওয়া বন্ধ করে দেয়। বাকি ১২ কোটি ৪৫ লাখ টাকা আদায়ে ২০২৩ সালের নভেম্বরে বিটিআরসি আবার নোটিশ দেয়। তারপর কিস্তির আবেদন করে আমরা টেকনোলজিস। ৩৬টি কিস্তিতে এই টাকা দিতে চায় প্রতিষ্ঠানটি।
একমাস পর ডিসেম্বরে ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয় বিটিআরসি। প্রতিষ্ঠানটি ফের কিস্তিতে পরিশোধের আবেদন করে। সেবার বিটিআরসি ১০ কোটি টাকা এককালীন দিয়ে বাকি টাকা ১৮টি কিস্তিতে প্রদানের সুযোগ দেয়। এরপরও আমরা টেকনোলজিস আর পাওনা দেয়নি। শেষে বিটিআরসি চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির শতভাগ ব্যান্ডউইথ ক্যাপিং করে দেয়।
ক্যাপিং হলো ডেটার আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম স্থানান্তর ক্ষমতাকে সীমাবদ্ধ করা। সাধারণত কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা নিয়ম পরিপালন না করলে শাস্তি হিসেবে ব্যান্ডউইথ ক্যাপিং করা হয়।
এর কয়েকমাস পর চলতি বছরের জুনে বিটিআরসিকে চিঠি দিয়ে আমরা টেকনোলজিস জানায়, বিটিআরসির পাওনা ২২ কোটি ৬৪ লাখ টাকার মধ্যে ১৬ কোটি ২৪ লাখ টাকা ৩ কিস্তিতে দেবে। আর বাকি টাকা ২৫টি মাসিক কিস্তিতে দেবে। তবে, শর্ত হিসেবে বিটিআরসিকে ক্যাপিং প্রত্যাহারের অনুরোধ জানায়।
বিটিআরসি কোম্পানিটিকে পাওনা পরিশোধে সুবিধা দেয়। আমরা কর্তৃপক্ষের দাবির বিপরীতে টাকার পরিমাণ কমিয়ে ৮ কোটি টাকা এককালীন এবং বাকি টাকা ২৫টি মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়। কিন্তু পাওনা পরিশোধ না করে কোম্পানি কর্তৃপক্ষ ফের কিস্তির আবেদন করে। কোম্পানি ৫ কোটি টাকা এককালীন দিয়ে ব্লক প্রত্যাহার চায় এবং ৪ মাস পর বাকি টাকা ৩৬টি কিস্তিতে দেওয়ার কথা বলে। একইসঙ্গে বিলম্ব ফি মওকূফের আবদার করে।
সর্বশেষ গত সেপ্টেম্বরের শেষদিকে ক্যাপিং প্রত্যাহারের দাবি করে আমরা টেকনোলজিস। একইসঙ্গে ক্যাপিং প্রত্যাহারের ৬ মাস পর ৪৮টি কিস্তিতে টাকা পরিশোধ করতে চায়। সঙ্গে বিলম্ব ফিও মওকুফ চায়।
বিটিআরসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা টেকনোলজিস টাকা না দিয়ে সময়ক্ষেপণ করছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ আবেদনের সঙ্গে লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আনার অনুরোধ করছে। এই চাওয়া বাস্তবসম্মত নয়।’
এসব বিষয়ে আমরা টেকনোলজিসের কোম্পানি সচিব সৈয়দ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ৭-৮ মাস আগের পুরোনো ইস্যু। এটা নিয়ে নতুন করে কিছু বলতে পারছি না।’
তাহলে এই সময়ের মধ্যেও কেন পাওনা পরিশোধ করা হয়নি—এমন প্রশ্নের জবাবে সৈয়দ মনিরুজ্জামান বলেন, ‘সেই জবাব এখন আমার আপনার কাছে দেওয়া মুশকিল, সেটাই বোঝাচ্ছি আপনাকে।’
আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত। গত ১৫ বছরে শেয়ারবাজার অনেক পিছিয়েছে। একই সময়ে বিশ্বের অন্য সব দেশের শেয়ারবাজার এগিয়েছে। এই অবস্থায় বর্তমান সময়ে দেশের সব স্টেকহোল্ডাররা বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নিতে ইতিবাচকভাবে কাজ করছে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশের জন্য এ বছর পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি। বাকি চার ঝুঁকি হলো চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা, তাপপ্রবাহ ইত্যাদি), দূষণ (বায়ু, পানি, মাটি), বেকারত্ব বা অর্থনৈতিক সুযোগের ঘাটতি এবং অর্থনৈতিক নিম্নমুখিতা...
৭ ঘণ্টা আগেপাঁচ বছর অন্যের বাসায় কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন গৃহকর্মী রেহানা আক্তার। সেই টাকা পুরোটাই নিয়ে গেছেন তাঁর স্বামী। এখন টাকা চাইতে গেলে উল্টো তাঁর ওপর নেমে আসে শারীরিক নির্যাতন। রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শীত, গ্রীষ্ম দেহি নাই। পাঁচ বছর মানুষের বাসায় কাম কইরা দুই লাখ টাহা জমাইছিলাম...
১০ ঘণ্টা আগেরাশিয়ার তেল-বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে ডিজেলের দাম বেড়েছে। বেড়ে গেছে পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১ দিন আগে