নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সতর্ক করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখানে বিনিয়োগ করলে লাভের পাশাপাশি যে ঝুঁকিও রয়েছে, তা মাথায় রাখতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রী বলছেন, পুঁজিবাজারের সরকারের যে সাপোর্ট দরকার, সেটা দেওয়া হবে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার সারা বিশ্বে একইভাবে নিয়ন্ত্রণ করা হয়। লাভের জন্য আপনি আসবেন, কিন্তু রিস্কের বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে। পুঁজিবাজারকে সরকার সাপোর্ট দিয়ে যাবে। তবে কেউ যদি অনেক লাভের জন্য কোনো চিন্তাভাবনা করে সেটা তো হবে না।
অর্থনীতি শক্তিশালী হলে পুঁজিবাজার শক্তিশালী হবে বলে মত দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অন্য কোনোকিছু দিয়ে এটিকে ইফেক্ট করার সুযোগ নেই। আমি সব সময় বলি সবাই বুঝেশুনে পুঁজিবাজারে আসবেন। বাজারটিতে দৈনিক লেনদেন হচ্ছে, দৈনিক ওঠানামা করছে। সুতরাং এটা অনেক বেশি সেনসিটিভ। এই জায়গাটিতে আমাদের লক্ষ্য রাখতে হবে। যারা বাজারটির সঙ্গে জড়িত তারা এটি সম্পর্কে বুঝেশুনেই এসেছেন।
সরকারি ২৬ প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আনার উদ্যোগ নিয়ে আরেক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, একবার উদ্যোগ নিয়েছিলাম, বিভিন্ন কারণে সেটি হয়নি। বাজারে যখন কোনো ভালো শেয়ার থাকে না তখন একদিকে মার্কেট বেশি চলে যায়। সারা বিশ্বে এটি হয়। সে জন্য এমন সমস্যা থাকলে সরকার বাজেট দিয়ে বাজার স্ট্যাবল রাখে। সে জন্য আমরা উদ্যোগটি নিয়েছিলাম। দেখা গেল যে আমাদের মার্কেটে যে পরিমাণ শেয়ার থাকা দরকার ছিল সেটি আছে। সে জন্য সরকারকে আর সেই কাজ করতে হয়নি।
জ্বালানির সঙ্গে খাদ্যশস্যের দামও বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এলএমজি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমরা যে ধারণা করেছিলাম বর্তমানে মুদ্রাস্ফীতি তার মধ্যেই আছে, ওভার অল বাড়েনি। মুদ্রাস্ফীতি আমরা প্রতিনিয়ত পর্যালোচনা করে আপডেট নেই। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে জ্বালানির যেভাবে দাম বাড়ছে সেভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে।
ডলারের দাম নির্ধারণ করে রাখা হয় না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটা ডিমান্ড ও সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে। ডিমান্ড যদি বেশি থাকে আর সাপ্লাই যদি কম থাকে তাহলে ডলারের দাম বাড়বে। এটা স্বাভাবিকভাবেই অ্যাডজাস্ট করে নেয়। অতীত থেকে আমরা যেভাবে করে আসছি, সেভাবেই হয়ে আসছে। ব্যাংকগুলোর কাছে যখন ডলারের পরিমাণ বেশি থাকে তখন বাংলাদেশ ব্যাংক কিছু ডলার কিনতে পারে। অন্য দেশেও এটা করা হয়ে থাকে। অন্যান্য দেশে এটা ফিক্সড করা থাকে, মার্কেট আপগ্রেড করুক বা না করুক ফিক্সড রেটেই নিতে হবে। আমাদের দেশে এমন নয়।
রাশিয়া থেকে ২টি হেলিকপ্টার কিনবে সরকার
রাশিয়ার একটি সরকারি প্রতিষ্ঠান ‘জেএসসি রাশিয়ান হেলিকপ্টারের’ কাছ থেকে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকা ব্যয়ে এমআই-১৭১ এ ২ মডেলের দুইটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
কেনা হবে ৯০ হাজার টন সার
চট্টগ্রামের কাফকো, কাতারের মুনতাজাত ও সৌদি আরবের সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছ থেকে ৫৬৫ কোটি ৫০ লাখ ৩০ হাজার ১৯৫ টাকায় ৯০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাফকোর কাছ থেকে ১৮৫ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৬২৫ টাকায়, কাতারের মুনতাজাত থেকে ১৮৯ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ৫৭০ টাকায় এবং সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছ থেকে ১৯০ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকায় ৩০ হাজার মেট্রিক টন করে ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ যৌথভাবে ভেঞ্চার দি বিল্ডারস ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েট লিমিটেড, ইলেকট্রো গ্লোবাল, মাহেন্দ্রি বেসিন পাওয়ার লিমিটেড এবং অ্যাডভান্স টেকনোলজি কনসোটিয়াম লিমিটেডকে ১০০ কোটি ৬১ লাখ ১৫ হাজার ১৩৩ টাকায় দেওয়া হয়েছে।
এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশের ১১ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণে পণ্য ও পূর্ত কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে।
সামসুল আরেফিন জানান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ১১টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনে পণ্যের ৮টি ও পূর্ত কাজের ৫৪ প্যাকেজের ক্রয় কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডকে দিয়ে বাস্তবায়নের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহী ওয়াসা বাস্তবায়নাধীন রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থিত পানি শোধনাগার প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে বিআরটিসি, বিইউইটি এবং এএমইসি ইন্টারন্যাসনাল পিটিওয়াই এলটিডিকে নিয়োগের নীতিগত প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সতর্ক করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখানে বিনিয়োগ করলে লাভের পাশাপাশি যে ঝুঁকিও রয়েছে, তা মাথায় রাখতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রী বলছেন, পুঁজিবাজারের সরকারের যে সাপোর্ট দরকার, সেটা দেওয়া হবে।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার সারা বিশ্বে একইভাবে নিয়ন্ত্রণ করা হয়। লাভের জন্য আপনি আসবেন, কিন্তু রিস্কের বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে। পুঁজিবাজারকে সরকার সাপোর্ট দিয়ে যাবে। তবে কেউ যদি অনেক লাভের জন্য কোনো চিন্তাভাবনা করে সেটা তো হবে না।
অর্থনীতি শক্তিশালী হলে পুঁজিবাজার শক্তিশালী হবে বলে মত দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অন্য কোনোকিছু দিয়ে এটিকে ইফেক্ট করার সুযোগ নেই। আমি সব সময় বলি সবাই বুঝেশুনে পুঁজিবাজারে আসবেন। বাজারটিতে দৈনিক লেনদেন হচ্ছে, দৈনিক ওঠানামা করছে। সুতরাং এটা অনেক বেশি সেনসিটিভ। এই জায়গাটিতে আমাদের লক্ষ্য রাখতে হবে। যারা বাজারটির সঙ্গে জড়িত তারা এটি সম্পর্কে বুঝেশুনেই এসেছেন।
সরকারি ২৬ প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আনার উদ্যোগ নিয়ে আরেক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, একবার উদ্যোগ নিয়েছিলাম, বিভিন্ন কারণে সেটি হয়নি। বাজারে যখন কোনো ভালো শেয়ার থাকে না তখন একদিকে মার্কেট বেশি চলে যায়। সারা বিশ্বে এটি হয়। সে জন্য এমন সমস্যা থাকলে সরকার বাজেট দিয়ে বাজার স্ট্যাবল রাখে। সে জন্য আমরা উদ্যোগটি নিয়েছিলাম। দেখা গেল যে আমাদের মার্কেটে যে পরিমাণ শেয়ার থাকা দরকার ছিল সেটি আছে। সে জন্য সরকারকে আর সেই কাজ করতে হয়নি।
জ্বালানির সঙ্গে খাদ্যশস্যের দামও বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এলএমজি নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমরা যে ধারণা করেছিলাম বর্তমানে মুদ্রাস্ফীতি তার মধ্যেই আছে, ওভার অল বাড়েনি। মুদ্রাস্ফীতি আমরা প্রতিনিয়ত পর্যালোচনা করে আপডেট নেই। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে জ্বালানির যেভাবে দাম বাড়ছে সেভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে।
ডলারের দাম নির্ধারণ করে রাখা হয় না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটা ডিমান্ড ও সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে। ডিমান্ড যদি বেশি থাকে আর সাপ্লাই যদি কম থাকে তাহলে ডলারের দাম বাড়বে। এটা স্বাভাবিকভাবেই অ্যাডজাস্ট করে নেয়। অতীত থেকে আমরা যেভাবে করে আসছি, সেভাবেই হয়ে আসছে। ব্যাংকগুলোর কাছে যখন ডলারের পরিমাণ বেশি থাকে তখন বাংলাদেশ ব্যাংক কিছু ডলার কিনতে পারে। অন্য দেশেও এটা করা হয়ে থাকে। অন্যান্য দেশে এটা ফিক্সড করা থাকে, মার্কেট আপগ্রেড করুক বা না করুক ফিক্সড রেটেই নিতে হবে। আমাদের দেশে এমন নয়।
রাশিয়া থেকে ২টি হেলিকপ্টার কিনবে সরকার
রাশিয়ার একটি সরকারি প্রতিষ্ঠান ‘জেএসসি রাশিয়ান হেলিকপ্টারের’ কাছ থেকে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৩১৬ টাকা ব্যয়ে এমআই-১৭১ এ ২ মডেলের দুইটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
কেনা হবে ৯০ হাজার টন সার
চট্টগ্রামের কাফকো, কাতারের মুনতাজাত ও সৌদি আরবের সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছ থেকে ৫৬৫ কোটি ৫০ লাখ ৩০ হাজার ১৯৫ টাকায় ৯০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাফকোর কাছ থেকে ১৮৫ কোটি ৮৫ লাখ ১১ হাজার ৬২৫ টাকায়, কাতারের মুনতাজাত থেকে ১৮৯ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ৫৭০ টাকায় এবং সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছ থেকে ১৯০ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকায় ৩০ হাজার মেট্রিক টন করে ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ যৌথভাবে ভেঞ্চার দি বিল্ডারস ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েট লিমিটেড, ইলেকট্রো গ্লোবাল, মাহেন্দ্রি বেসিন পাওয়ার লিমিটেড এবং অ্যাডভান্স টেকনোলজি কনসোটিয়াম লিমিটেডকে ১০০ কোটি ৬১ লাখ ১৫ হাজার ১৩৩ টাকায় দেওয়া হয়েছে।
এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশের ১১ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণে পণ্য ও পূর্ত কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে।
সামসুল আরেফিন জানান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ১১টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনে পণ্যের ৮টি ও পূর্ত কাজের ৫৪ প্যাকেজের ক্রয় কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডকে দিয়ে বাস্তবায়নের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহী ওয়াসা বাস্তবায়নাধীন রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থিত পানি শোধনাগার প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে বিআরটিসি, বিইউইটি এবং এএমইসি ইন্টারন্যাসনাল পিটিওয়াই এলটিডিকে নিয়োগের নীতিগত প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
যুক্তরাষ্ট্রে ঘুষ–জালিয়াতির মামলার পরিপ্রেক্ষিতে এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে আদানির ডলার বন্ডের দাম। শেয়ার দরেও ব্যাপক পতন হয়েছে। বিনিয়োগকারীরা এই ভারতীয় কনগ্লোমারেটের ওপর আস্থা হারাচ্ছে। কমিয়ে দিচ্ছে বিনিয়োগ।
১ ঘণ্টা আগেএসিআই ফুডস লিমিটেড বাজারে নিয়ে এল ‘এসিআই পিওর ফর্টিফাইড চাল’। প্রতিষ্ঠানটির দাবি এই চাল ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ।
১ ঘণ্টা আগেপ্রকল্প ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের সম্মানজনক ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’ পেয়েছে বাংলালিংক। ‘কুমিল্লা ডিসি ডিআর প্রকল্প’-এর জন্য বাংলালিংক এই পুরস্কার পায়।
২ ঘণ্টা আগেএয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রির পার্টনার সম্মেলন সম্প্রতি পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লূ ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই এবং গ্রি গ্লোবালের সেলস ডিরেক্টর রাইয়ান চ্যুং
২ ঘণ্টা আগে