Ajker Patrika

ইনসেপ্টা ও চ্যানেল আইয়ের শ্বেতী রোগ দিবস পালন

ইনসেপ্টা ও চ্যানেল আইয়ের শ্বেতী রোগ দিবস পালন

‘ইউনাইটেড বাই দ্য স্কিন’ স্লোগানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে বিশ্ব শ্বেতী রোগ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার চ্যানেল আই অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। 

এ সময় চর্মরোগ বিশেষজ্ঞরা বলেন, শ্বেতী রোগ কোনো সংক্রামক ব্যাধি নয়। এই রোগ নিরাময়ে দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা। দ্রুত এই রোগ নির্ণয় করতে পারলে এ রোগের প্রতিকার করা সম্ভব। 

বৈঠকে অংশ নেন–ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন ব্যাধি বিভাগের প্রধান প্রফেসর ডা. রাশেদ মোহাম্মদ খান, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক মেজর (অবসরপ্রাপ্ত) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, এনাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা তুজ জোহরা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আকরাম হোসেন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিজিএম (মার্কেটিং) মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. জিয়াউল করিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত