নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘গত পনেরো বছরে প্রাতিষ্ঠানিক ভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। গুটিকয়েক মানুষ দেশ থেকে দেড় বছরের আয়ের সমপরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে। এটা নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। এই ধরনের সাগর চুরি করতে যেয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এই ধ্বংস থেকে রেহাই পায়নি আমাদের কৃষি ও বাণিজ্যের প্রতিষ্ঠানগুলোও। সরকারি প্রতিষ্ঠান ধ্বংসের প্রকৃষ্ট উদাহরণ হলো টিসিবি। এখানে ১৪২ জন কর্মকর্তা–কর্মচারীর জন্য বছরে বাজেট সাড়ে ১১ হাজার কোটি টাকা।’
আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ–প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৪ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষির বীজ, সারসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার জন্য কোনো একটা জায়গা বা বিভাগকে বাদ রাখা হয়নি। প্রতিটি জায়গায় গুটিকয়েক মানুষের অবস্থান তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা বলেন, আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতে যাই, তখন সরকারি প্রতিষ্ঠাগুলোর যে তথ্য পাই তা বাস্তবতার সঙ্গে মেলে না। এতে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা তৈরি হয়। এই সব প্রতিষ্ঠানে যৌক্তিক সংস্কার জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে আওয়াজ তুলতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের শিক্ষা, কৃষি, বিচারালয়, রাজস্ব বোর্ড থেকে শুরু করে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেগুলোর প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি হয়ে পড়েছে। এটি করতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম-যারা দায়িত্বে আসবে তাদের জন্য এটি নিয়ামক হিসেবে কাজ করবে।
বৈদেশিক বাণিজ্যে গুরুত্ব দেওয়ার কথা বলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা কি সব সময় জোয়ার ভাটার ওপর নির্ভরশীল থাকব? না, আমাদের নিজেদের কর্মক্ষমতা এমন ভাবে তৈরি করতে হবে যাতে জোয়ার আসুক ভাটা আসুক যাতে নিজেদের সক্ষমতা জানান দিতে পারি। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের চাহিদা বাড়বে। তখন যেন আমরা সুযোগ নিতে পারি।’
টিসিবির কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘টিসিবি যে ১ কোটি পরিবারকে সামাজিক সুরক্ষার জন্য খাদ্য পণ্য বিতরণ করে থাকে—এটা তাত্ত্বিক ভাবে খুবই সুন্দর একটা প্রকল্প। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ধ্বংস করা হয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ হলো টিসিবি।’
উপদেষ্টা জানান, টিসিবির বছরে সাড়ে ১১ হাজার কোটি টাকার একটা বাজেট আছে। যার মধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে। তিনি বলেন, আপনারা শুনে অবাক হবেন, দেশে টিসিবির ষোলোটি অফিস রয়েছে। এই ষোলোটা অফিসে কর্মকর্তা, কর্মচারী, ড্রাইভার, দরোয়ান সব মিলিয়ে লোক মাত্র ১৪২ জন, যার বাজেট সাড়ে ১১ হাজার কোটি টাকা। এটি হাস্যকর!’
তিনি বলেন, ‘এই যে ১ কোটি কার্ড (টিসিবির) দেওয়া হয়েছে এবং এর যে ডিলার রয়েছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়মগুলোকে চিহ্নিত করতে চাই। ইতিমধ্যে আমরা ৫৭ লাখ কার্ড নির্দিষ্ট করেছি এবং ১ কোটি থেকে বাকি কার্ডগুলো আমরা বাদ দিয়েছি। একই সঙ্গে স্মার্টকার্ড নিয়ে এসেছি। সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যারা কার্ড গ্রহণ করেছেন এবং ডিস্ট্রিবিউটর আছেন, তাঁদের দেখতে যাব।’
পণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি করতে পারলে দাম বেঁধে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রতিযোগিতা কমিশন এটি নিশ্চিত করবে।’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা শুধু কৃষির ফলন নিয়ে কথা বলবেন, বিষয়টা এমন না। দয়া করে আপনারা কৃষি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সংস্কার নিয়েও কথা বলবেন। কৃষি নিয়ে যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করুন।’
ইআরএফ–এর সভাপতি রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
‘গত পনেরো বছরে প্রাতিষ্ঠানিক ভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। গুটিকয়েক মানুষ দেশ থেকে দেড় বছরের আয়ের সমপরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে। এটা নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। এই ধরনের সাগর চুরি করতে যেয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এই ধ্বংস থেকে রেহাই পায়নি আমাদের কৃষি ও বাণিজ্যের প্রতিষ্ঠানগুলোও। সরকারি প্রতিষ্ঠান ধ্বংসের প্রকৃষ্ট উদাহরণ হলো টিসিবি। এখানে ১৪২ জন কর্মকর্তা–কর্মচারীর জন্য বছরে বাজেট সাড়ে ১১ হাজার কোটি টাকা।’
আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ–প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৪ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষির বীজ, সারসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার জন্য কোনো একটা জায়গা বা বিভাগকে বাদ রাখা হয়নি। প্রতিটি জায়গায় গুটিকয়েক মানুষের অবস্থান তৈরি করা হয়েছিল।
উপদেষ্টা বলেন, আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করতে যাই, তখন সরকারি প্রতিষ্ঠাগুলোর যে তথ্য পাই তা বাস্তবতার সঙ্গে মেলে না। এতে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা তৈরি হয়। এই সব প্রতিষ্ঠানে যৌক্তিক সংস্কার জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে আওয়াজ তুলতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের শিক্ষা, কৃষি, বিচারালয়, রাজস্ব বোর্ড থেকে শুরু করে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেগুলোর প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি হয়ে পড়েছে। এটি করতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম-যারা দায়িত্বে আসবে তাদের জন্য এটি নিয়ামক হিসেবে কাজ করবে।
বৈদেশিক বাণিজ্যে গুরুত্ব দেওয়ার কথা বলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা কি সব সময় জোয়ার ভাটার ওপর নির্ভরশীল থাকব? না, আমাদের নিজেদের কর্মক্ষমতা এমন ভাবে তৈরি করতে হবে যাতে জোয়ার আসুক ভাটা আসুক যাতে নিজেদের সক্ষমতা জানান দিতে পারি। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্যের চাহিদা বাড়বে। তখন যেন আমরা সুযোগ নিতে পারি।’
টিসিবির কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘টিসিবি যে ১ কোটি পরিবারকে সামাজিক সুরক্ষার জন্য খাদ্য পণ্য বিতরণ করে থাকে—এটা তাত্ত্বিক ভাবে খুবই সুন্দর একটা প্রকল্প। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ধ্বংস করা হয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ হলো টিসিবি।’
উপদেষ্টা জানান, টিসিবির বছরে সাড়ে ১১ হাজার কোটি টাকার একটা বাজেট আছে। যার মধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে। তিনি বলেন, আপনারা শুনে অবাক হবেন, দেশে টিসিবির ষোলোটি অফিস রয়েছে। এই ষোলোটা অফিসে কর্মকর্তা, কর্মচারী, ড্রাইভার, দরোয়ান সব মিলিয়ে লোক মাত্র ১৪২ জন, যার বাজেট সাড়ে ১১ হাজার কোটি টাকা। এটি হাস্যকর!’
তিনি বলেন, ‘এই যে ১ কোটি কার্ড (টিসিবির) দেওয়া হয়েছে এবং এর যে ডিলার রয়েছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়মগুলোকে চিহ্নিত করতে চাই। ইতিমধ্যে আমরা ৫৭ লাখ কার্ড নির্দিষ্ট করেছি এবং ১ কোটি থেকে বাকি কার্ডগুলো আমরা বাদ দিয়েছি। একই সঙ্গে স্মার্টকার্ড নিয়ে এসেছি। সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যারা কার্ড গ্রহণ করেছেন এবং ডিস্ট্রিবিউটর আছেন, তাঁদের দেখতে যাব।’
পণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি করতে পারলে দাম বেঁধে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রতিযোগিতা কমিশন এটি নিশ্চিত করবে।’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা শুধু কৃষির ফলন নিয়ে কথা বলবেন, বিষয়টা এমন না। দয়া করে আপনারা কৃষি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সংস্কার নিয়েও কথা বলবেন। কৃষি নিয়ে যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করুন।’
ইআরএফ–এর সভাপতি রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।
২ ঘণ্টা আগেআকাশপথে ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ করেই বাড়তি আবগারি শুল্ক কার্যকর করায় তৈরি হওয়া জটিলতা সামলাতে গত ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনাদায়ি শুল্কে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করার কথা জানিয়েছে সংস্থাটি।
৪ ঘণ্টা আগেবসন্ত এসে গেছে, প্রাণ ফিরে পেয়েছে লেক সিটি কনকর্ড প্রাঙ্গণ। বসন্তের বর্ণাঢ্য আয়োজন নিয়ে রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ঢাকার প্রথম স্যাটেলাইট টাউন লেক সিটি কনকর্ডে ২১-২২ ফেব্রুয়ারি, ২০২৫ কনকর্ড গ্রুপ আয়োজন করেছিল দুই দিনব্যাপী ‘কনকর্ড বসন্ত উৎসব ১৪৩১’। উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় বাসি
৪ ঘণ্টা আগেকিছু ব্যাংক রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ‘ব্যাংক খাতের ভয়াবহ অবস্থা কম-বেশি আমরা সবাই জানি। একটা গ্রুপের হাতে ঋণের স্তূপ দেখা গেছে। ব্যাংকের খেলাপি ঋণ ৮৭ শতাংশ হয়ে গেছে। এতে কিছু ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে, সেগুলো বাঁচানো
৪ ঘণ্টা আগে