খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দেশে খোলাবাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে। প্রতি ডলারের দাম বেড়ে ১২৪–১২৫ টাকায় উঠেছে। দুই সপ্তাহ আগেও ডলারের দাম ১২২–১২৩ টাকা ছিল। আবার বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতেই ডলারের সংকট তৈরি হয়েছে। ফলে দাম বেড়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

রাজধানীর মতিঝিলে, পল্টন, ফকিরাপুল এলাকায় সরেজমিনে দেখা গেছে, খোলাবাজারে দুই সপ্তাহ আগে প্রতি ডলার ১২২–১২৩ টাকার মধ্যে বেচাকেনা হতো। নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এ রকম ধারাতেই ছিল। তবে ছাত্র আন্দোলনের পর গতকাল রোববার তা বেড়ে ১২২ টাকায় ওঠে, যা আজ সোমবার ১২৫ টাকায় পৌঁছায়। অথচ খোলাবাজারে নির্ধারিত দর সর্বোচ্চ ১২১ টাকা।

মতিঝিলের খোলাবাজারের ডলার বিক্রেতা মো. শাহজাহান বলেন, হাতে হাতে যে ডলার আসছে, তার দাম চড়া হয়ে আজ ১২৪–১২৫ টাকার উঠেছে। কারণ, ডলারের জোগান কমে গেছে।

এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তারা আগের দামেই ডলার বিক্রি করছে। বেসরকারি সিটি ও ব্র্যাক ব্যাংক এবং রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২০ টাকায় বিক্রি হয়েছে। তবে ব্যাংকগুলো পরিচিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে তেমন ডলার বিক্রি করছে না।

এ বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামান বলেন, ডলারের জোগান কমেছে। কিছু অবৈধ দোকানে বেশি দরে ডলার লেনদেন হয়। তাদের কারণে আমাদের ব্যবসা ভালো চলছে না। অবৈধ ব্যবসা বন্ধ করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত