Ajker Patrika

কোটিপতি কমলেও ক্ষুদ্র হিসাব বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুন ২০২৪, ১২: ৩৮
কোটিপতি কমলেও ক্ষুদ্র হিসাব বেড়েছে

কোটিপতিদের হিসাবের সংখ্যা সম্প্রতি কমলেও প্রান্তিক মানুষের জন্য বিশেষ সুবিধার আওতাধীন নো ফ্রিলস অ্যাকাউন্টের (এনএফএ) ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাব বেড়েছে। চলতি বছরের মার্চ মাস শেষে এসব ব্যাংক হিসাবে আমানত বেড়েছে ২২৫ কোটি টাকা। একই সঙ্গে তিন মাসে হিসাবসংখ্যা বেড়েছে ২৮ হাজার ৩০১টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকা ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ৪ হাজার ৪৬৫ কোটি ৪০ লাখ টাকা, যা চলতি বছরের মার্চ  মাস শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯১ কোটি ১০ লাখ টাকা। সেই হিসাবে তিন মাসে আমানত বেড়েছে ২২৫ কোটি ৭ লাখ টাকা বা ৪ দশমিক ৯৪ শতাংশ। 

একই প্রতিবেদন বলছে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোতে নো-ফ্রিল অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৫৬০টি। আর চলতি বছরের মার্চ শেষে ব্যাংকগুলোতে স্বল্প আয়ের মানুষের অ্যাকাউন্ট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭২ লাখ ৬৩ হাজার ৮৬১টি। সেই হিসাবে তিন মাসে অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে ২৮ হাজার ৩০১টি বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ। আবার গত বছরের ডিসেম্বর শেষে ক্ষুদ্র হিসাবধারীদের ২০০ কোটি ও ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম থেকে ঋণ নেওয়ার পরিমাণ ছিল ৭১১ কোটি ২৫ লাখ টাকা। চলতি বছরের মার্চ শেষে দাঁড়িয়েছে ৭৬৪ কোটি ৪১ লাখ টাকা। সেই হিসাবে বেড়েছে ৫৩ কোটি ১৬ লাখ টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এসব হিসাবের মাধ্যমে আসা মোট প্রবাসী আয় সংগ্রহ হয়েছিল ৬৭৪ কোটি ৭৫ লাখ টাকা। আর চলতি বছরের মার্চ শেষে দাঁড়িয়েছে ৬৮৭ কোটি ৮২ লাখ টাকা। বেড়েছে ১৩ কোটি ৭ লাখ। 

উল্লেখ্য, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা কমেছে ১ হাজার ১৮টি। আমানত কমেছে ১ হাজার ৩১২ কোটি টাকা। অথচ একই সময়ে বেড়েছে ক্ষুদ্র হিসাবধারীর সংখ্যা এবং লেনদেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

বাংলাদেশে-ভারত সম্পর্কের অবনতিতে দায়ী মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত