Ajker Patrika

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা বাতিলের দাবি ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২৩: ৩৭
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা বাতিলের দাবি ব্যবসায়ীদের

শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের চারটি শীর্ষ ব্যবসায়ী সংগঠন। তারা বলেছে, গ্যাসের মূল্য নির্ধারণে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে টেকসই ও প্রতিযোগিতামূলক নীতিমালা প্রণয়ন জরুরি।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই দাবি জানান বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিটিটিএলএমইএ চেয়ারম্যান হোসেন মেহমুদ।

চিঠিতে বলা হয়, গ্যাসের দাম প্রতি ঘনমিটারে প্রায় ১৫০ শতাংশ বাড়িয়ে ৭৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা শিল্প ও অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে ভয়াবহ প্রভাব ফেলবে। বর্তমানে শিল্প খাত গ্যাসের সংকটের কারণে ব্যাপক ক্ষতির মুখে রয়েছে। গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও সাভারের মতো শিল্প এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে উৎপাদন ৫০-৬০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর ফলে কারখানাগুলোর উৎপাদন শিডিউল এবং সরবরাহ চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গ্যাসের সংকটের কারণে কাঁচামাল সময়মতো সরবরাহ করা যাচ্ছে না, রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং লিড টাইম ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এতে ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে।

চিঠিতে আরও বলা হয়, গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে পোশাক খাতে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ৮ দশমিক ৯৫ শতাংশ এবং বস্ত্র খাতে কমেছে ১৮ দশমিক ১১ শতাংশ।

মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাক্কালে, যখন ব্যাকওয়ার্ড লিংকেজ খাতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, তখন গ্যাসের মূল্য বৃদ্ধি বিনিয়োগ স্থবির করে দেবে এবং শিল্পকে সংকটে ফেলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত