Ajker Patrika

পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার স্বর্ণের সবচেয়ে বড় বাজার আরব আমিরাত

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২২: ০০
পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার স্বর্ণের সবচেয়ে বড় বাজার আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের জন্য স্বর্ণের সবচেয়ে বড় যোগানদার হয়ে উঠেছে রাশিয়া। গত বছর ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। 
  
জাতিসংঘের ডেটাবেসের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, গত বছর রাশিয়া থেকে ৯৬ দশমিক ৪ টন স্বর্ণ আমদানি করেছে সংযুক্ত আরব আমিরাত। এই পরিমাণ রাশিয়ার বার্ষিক স্বর্ণ উত্তোলনের প্রায় এক–তৃতীয়াংশ। গত বছর রুশ স্বর্ণ আমদানি আগের বছরের চেয়ে ১৫ গুণ বেড়েছে। 

আরব আমিরাত বিভিন্ন দেশ থেকে আমদানি করেই অলংকার শিল্প গড়ে তুলেছে। এর আগে দেশটির স্বর্ণ আমদানির বড় উৎস ছিল আফ্রিকা ও ভারত। এবারই এবারই প্রথম দেশটি রাশিয়া থেকে বিপুল স্বর্ণ আমদানি করল। 

যুদ্ধের আগে রাশিয়ার স্বর্ণের বেশিরভাগই বিশ্বের সেরা স্বর্ণের বাজার লন্ডনে রপ্তানি করা হতো। ২০২১ সালে ১ হাজার ৫৩৯ কোটি ৩০ লাখ ডলার মূল্যের স্বর্ণ রপ্তানি যুক্তরাজ্যে রপ্তানি করে রাশিয়া। ৪১ কোটি ৭৫ লাখ ডলারের রুশ স্বর্ণ রপ্তানি করে সুইজারল্যান্ড ছিল দ্বিতীয় অবস্থানে। 

তবে নিষেধাজ্ঞার ইউরোপের বাজার এখন বন্ধ। রাশিয়ার স্বর্ণখনি মালিকরা মূল্যবান ধাতু বিক্রির জন্য নতুন রপ্তানি বাজার খুঁজছে। দুবাই, ইস্তানবুল ও হংকংয়ের স্বল্প পরিচিত ব্যবসায়ীরা এ সুযোগ লুফে নিয়েছেন বলে এ বছরের শুরুতে এক প্রতিবেদনে জানায় ব্লুমবার্গ।     

রাশিয়ার পর গত বছর সংযুক্ত আরব আমিরাতের জন্য অন্যান্য স্বর্ণ সরবরাহকারী দেশ ছিল মালি ও ঘানা। মালি থেকে দেশটি ৯৫ দশমিক ৭ টন ও ঘানা থেকে ৮১ টন স্বর্ণ আমদানি করেছে।  
 
রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ২০২১ সালে হঠাৎ করেই রাশিয়া থেকে আরব আমিরাতের স্বর্ণ আমদানি বেড়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩ মার্চ পর্যন্ত একবছরের বেশি সময়ে মধ্যপ্রাচ্যের দেশটি ৭৫ দশমিক ৭ টন রুশ স্বর্ণ আমদানি করেছে। অথচ ২০২১ সালে এর পরিমাণ ছিল ১ দশমিক টন। 

চীন ও তুরস্ক মিলে ২০ টন আমদানি করে আমিরাতের পর দ্বিতীয় শীর্ষ আমদানিকারকের অবস্থানে রয়েছে। আর এই তিন দেশ মিলে রাশিয়ার ৯৯ দশমিক ৮ শতাং রপ্তানি হয়।       

অর্থনীতিবিষয়ক বৈশ্বিক ডেটাভান্ডার দ্য অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি (ওইসি) তথ্য অনুযায়ী, আমিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য স্বর্ণ। ২০২১ সালে দেশটি ৪ হাজার ৬০০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করে বিশ্বে চতুর্থ রপ্তানিকারকের অবস্থানে ছিল।

একইবছর আরব আমিরাত স্বর্ণের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক ছিল। ২০২১ সালে দেশটি মোট ৩ হাজার ২৮০ কোটি ডলারের স্বর্ণ রপ্তানি করে। এর সবচেয়ে বড় অংশ যায় সুইজারল্যান্ডে। তারপর যথাক্রক্রমে ভারত (২১ দশমিক ৫ শতাংশ), হংকং (২০ শতাংশ) ও  সৌদি আরব (৯ দশমিক ০৪ শতাংশ)।

আরব দেশগুলোর স্বর্ণ রপ্তানির জন্য শীর্ষ গন্তব্য, যেখানে প্রায় ১৪৫ টন স্বর্ণ রপ্তানি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত