নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাকার বিপরীতে ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে ভোজ্যতেলের বাজারে তার কোনো প্রভাব পড়বে না। বলে ঈদের পড়ে বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। কারণ, হিসেবে প্রতিমন্ত্রী বলেছেন, ডলারের নতুন দামে যেসব ভোজ্যতেল আমদানি করা হবে—তা কোরবানির ঈদের পর দেশের বাজারে আসবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেলের কোনো সমন্বয় করা হবে না। উৎপাদনকারী ও আমদানিকারকেরা ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবে না। পুরোনো দামেই তেল সরবরাহ করতে পারবে। ডলারের দাম বাড়ায় আমদানি নির্ভর পণ্যের দামও বাড়বে।’
এতে ভোক্তাদের ওপর চাপ বাড়বে কিনা—এই প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ডলারের সমন্বয় ১০ টাকা থেকে ১৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না।’
কেন প্রভাব পড়বে না জানতে চাইলে—প্রতিমন্ত্রী বলেন, ‘তেল আমদানির পর আমদানিকারকেরা ১২০–১২২ টাকায় এলসি নিষ্পত্তি করেছেন। এখন তাঁরা সরকারি দামেই এলসি নিষ্পত্তি করতে পারবেন।’
ঈদের পরে ক্রেতাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল আন্তর্জাতিক পণ্য। কোথায় যুদ্ধ হবে, অর্থনীতির কোথায় কী হবে, সেটা নিয়ে আগাম ধারণা করা যাবে না। তবে এই মুহূর্তে নতুন করে দাম নির্ধারণের প্রয়োজনীয়তা নেই। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে—সে বিষয়ে চিন্তা করা হবে।’
বাজার তদারকিতে কোনো অবহেলার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে নতুন করে নির্দেশনা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের আগে ও পরে বাজার স্থিতিশীল রাখতে তৎপর ছিলাম। নতুন সরকার আসার পরে সময়টা কম ছিল, জোরটা অনেক বেশি ছিল, বাজারে যাতে কোনোভাবে খাদ্যের কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো সংকট না হয়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের পর বাজার স্থিতিশীল ছিল। সামনে কোরবানির ঈদ। ঈদে সুযোগ সন্ধানী, সরবরাহ ঠিক থাকার পরও জিনিসপত্রের দাম দু-এক জায়গায় বাড়ায়। সে জন্য রোজার মতো কোরবানিতেও কঠোরভাবে বাজার তদারকির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন।’
টাকার বিপরীতে ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে ভোজ্যতেলের বাজারে তার কোনো প্রভাব পড়বে না। বলে ঈদের পড়ে বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। কারণ, হিসেবে প্রতিমন্ত্রী বলেছেন, ডলারের নতুন দামে যেসব ভোজ্যতেল আমদানি করা হবে—তা কোরবানির ঈদের পর দেশের বাজারে আসবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেলের কোনো সমন্বয় করা হবে না। উৎপাদনকারী ও আমদানিকারকেরা ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবে না। পুরোনো দামেই তেল সরবরাহ করতে পারবে। ডলারের দাম বাড়ায় আমদানি নির্ভর পণ্যের দামও বাড়বে।’
এতে ভোক্তাদের ওপর চাপ বাড়বে কিনা—এই প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ডলারের সমন্বয় ১০ টাকা থেকে ১৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না।’
কেন প্রভাব পড়বে না জানতে চাইলে—প্রতিমন্ত্রী বলেন, ‘তেল আমদানির পর আমদানিকারকেরা ১২০–১২২ টাকায় এলসি নিষ্পত্তি করেছেন। এখন তাঁরা সরকারি দামেই এলসি নিষ্পত্তি করতে পারবেন।’
ঈদের পরে ক্রেতাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল আন্তর্জাতিক পণ্য। কোথায় যুদ্ধ হবে, অর্থনীতির কোথায় কী হবে, সেটা নিয়ে আগাম ধারণা করা যাবে না। তবে এই মুহূর্তে নতুন করে দাম নির্ধারণের প্রয়োজনীয়তা নেই। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে—সে বিষয়ে চিন্তা করা হবে।’
বাজার তদারকিতে কোনো অবহেলার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে নতুন করে নির্দেশনা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের আগে ও পরে বাজার স্থিতিশীল রাখতে তৎপর ছিলাম। নতুন সরকার আসার পরে সময়টা কম ছিল, জোরটা অনেক বেশি ছিল, বাজারে যাতে কোনোভাবে খাদ্যের কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো সংকট না হয়।’
প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের পর বাজার স্থিতিশীল ছিল। সামনে কোরবানির ঈদ। ঈদে সুযোগ সন্ধানী, সরবরাহ ঠিক থাকার পরও জিনিসপত্রের দাম দু-এক জায়গায় বাড়ায়। সে জন্য রোজার মতো কোরবানিতেও কঠোরভাবে বাজার তদারকির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন।’
দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণের প্রবাহ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যকে নাজুক করে তুলছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে। ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন রাখা বাধ্যতামূলক হলেও লাগামহীন খেলাপি ঋণ বৃদ্ধির কারণে অনেক ব্যাংকই...
৬ ঘণ্টা আগেঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের (মার্চ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য রপ্তানি খাতের জন্য বরাদ্দ ৭ হাজার কোটি টাকা ছাড়ের আবেদন করেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ মোহাম্মদ আব্দুল মতিন ইমনকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত করেছে। তিনি প্রাভার প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও সিলভানা কাদের সিনহার স্থলাভিষিক্ত হলেন, যিনি প্রাভা হেলথ বোর্ডের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
৭ ঘণ্টা আগেচলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি থেকে দেশের বৈদেশিক মুদ্রার আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ ডলার।
৯ ঘণ্টা আগে