Ajker Patrika

ডলারের দাম বাড়লেও কোরবানির আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মে ২০২৪, ১৯: ২৬
ডলারের দাম বাড়লেও কোরবানির আগে ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

টাকার বিপরীতে ডলারের দাম বাড়লেও কোরবানির ঈদের আগে ভোজ্যতেলের বাজারে তার কোনো প্রভাব পড়বে না। বলে ঈদের পড়ে বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। কারণ, হিসেবে প্রতিমন্ত্রী বলেছেন, ডলারের নতুন দামে যেসব ভোজ্যতেল আমদানি করা হবে—তা কোরবানির ঈদের পর দেশের বাজারে আসবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেলের কোনো সমন্বয় করা হবে না। উৎপাদনকারী ও আমদানিকারকেরা ঈদ পর্যন্ত নতুন করে কোনো মূল্য বেঁধে দেবে না। পুরোনো দামেই তেল সরবরাহ করতে পারবে। ডলারের দাম বাড়ায় আমদানি নির্ভর পণ্যের দামও বাড়বে।’

এতে ভোক্তাদের ওপর চাপ বাড়বে কিনা—এই প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ডলারের সমন্বয় ১০ টাকা থেকে ১৭ টাকা। এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না।’

কেন প্রভাব পড়বে না জানতে চাইলে—প্রতিমন্ত্রী বলেন, ‘তেল আমদানির পর আমদানিকারকেরা ১২০–১২২ টাকায় এলসি নিষ্পত্তি করেছেন। এখন তাঁরা সরকারি দামেই এলসি নিষ্পত্তি করতে পারবেন।’

ঈদের পরে ক্রেতাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল আন্তর্জাতিক পণ্য। কোথায় যুদ্ধ হবে, অর্থনীতির কোথায় কী হবে, সেটা নিয়ে আগাম ধারণা করা যাবে না। তবে এই মুহূর্তে নতুন করে দাম নির্ধারণের প্রয়োজনীয়তা নেই। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে—সে বিষয়ে চিন্তা করা হবে।’

বাজার তদারকিতে কোনো অবহেলার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে নতুন করে নির্দেশনা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের আগে ও পরে বাজার স্থিতিশীল রাখতে তৎপর ছিলাম। নতুন সরকার আসার পরে সময়টা কম ছিল, জোরটা অনেক বেশি ছিল, বাজারে যাতে কোনোভাবে খাদ্যের কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো সংকট না হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানের পর বাজার স্থিতিশীল ছিল। সামনে কোরবানির ঈদ। ঈদে সুযোগ সন্ধানী, সরবরাহ ঠিক থাকার পরও জিনিসপত্রের দাম দু-এক জায়গায় বাড়ায়। সে জন্য রোজার মতো কোরবানিতেও কঠোরভাবে বাজার তদারকির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত