আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
ডলার সংকটে নিয়ন্ত্রিত আমদানির মধ্যেও বাংলাদেশের সর্ববৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে প্রবৃদ্ধি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
কাস্টমস হাউসের তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ১৬ হাজার ৪৮৪ দশমিক ৬৭ কোটি টাকা আয় হয়েছে। আগের বছরের একই সময়ে ১৫ হাজার ৩৮৪ দশমিক ৮৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ দশমিক ৭৯ কোটি টাকা বা ৭ দশমিক ১৫ শতাংশ রাজস্ব বেশি আদায় হয়েছে।
তবে এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং উপকমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি আজকের পত্রিকাকে বলেন, চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, পণ্য রপ্তানি না করে অর্থ পাচার, শুল্ক ফাঁকি ও নানা অনৈতিক কাজে যুক্ত রয়েছে—এমন বেশ কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
বদরুজ্জামান আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসোর্স (এআইআর) ইউনিট। সন্দেহজনক চালান আটক করে পণ্যের কায়িক পরীক্ষা করে এই শাখা। জালিয়াতি ধরা পড়লে ফাঁকি দেওয়া রাজস্ব এবং জালিয়াতির জন্য জরিমানা আদায় করে এই শাখা।
এআইআর শাখার তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে অনিয়মের বিপরীতে জরিমানা আদায় হয়েছে ২৩ দশমিক ৪৪ কোটি টাকা। ১৪ দশমিক ৬৪ কোটি টাকা অনিয়মের বিপরীতে অতিরিক্ত রাজস্বসহ এই তিন মাসে ৩৮ দশমিক শূন্য ৮ কোটি আদায় করে এআইআর শাখা।
২০২২-২৩ অর্থবছরের একই সময়ে জরিমানাসহ অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ১৭ দশমিক ৬৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় অনিয়মের বিপরীতে রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
ডলার সংকটে নিয়ন্ত্রিত আমদানির মধ্যেও বাংলাদেশের সর্ববৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে প্রবৃদ্ধি হয়েছে বলে কর্মকর্তারা বলছেন।
কাস্টমস হাউসের তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ১৬ হাজার ৪৮৪ দশমিক ৬৭ কোটি টাকা আয় হয়েছে। আগের বছরের একই সময়ে ১৫ হাজার ৩৮৪ দশমিক ৮৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯৯ দশমিক ৭৯ কোটি টাকা বা ৭ দশমিক ১৫ শতাংশ রাজস্ব বেশি আদায় হয়েছে।
তবে এই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৮৬৬ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং উপকমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি আজকের পত্রিকাকে বলেন, চোরাচালান বন্ধ, জালিয়াতি রোধসহ শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, পণ্য রপ্তানি না করে অর্থ পাচার, শুল্ক ফাঁকি ও নানা অনৈতিক কাজে যুক্ত রয়েছে—এমন বেশ কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
বদরুজ্জামান আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানে জালিয়াতি রোধে কাজ করছে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসোর্স (এআইআর) ইউনিট। সন্দেহজনক চালান আটক করে পণ্যের কায়িক পরীক্ষা করে এই শাখা। জালিয়াতি ধরা পড়লে ফাঁকি দেওয়া রাজস্ব এবং জালিয়াতির জন্য জরিমানা আদায় করে এই শাখা।
এআইআর শাখার তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে অনিয়মের বিপরীতে জরিমানা আদায় হয়েছে ২৩ দশমিক ৪৪ কোটি টাকা। ১৪ দশমিক ৬৪ কোটি টাকা অনিয়মের বিপরীতে অতিরিক্ত রাজস্বসহ এই তিন মাসে ৩৮ দশমিক শূন্য ৮ কোটি আদায় করে এআইআর শাখা।
২০২২-২৩ অর্থবছরের একই সময়ে জরিমানাসহ অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল ১৭ দশমিক ৬৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় অনিয়মের বিপরীতে রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।
বাংলাদেশের জন্য এ বছর পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি। বাকি চার ঝুঁকি হলো চরমভাবাপন্ন আবহাওয়া (বন্যা, তাপপ্রবাহ ইত্যাদি), দূষণ (বায়ু, পানি, মাটি), বেকারত্ব বা অর্থনৈতিক সুযোগের ঘাটতি এবং অর্থনৈতিক নিম্নমুখিতা...
৩ ঘণ্টা আগেপাঁচ বছর অন্যের বাসায় কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন গৃহকর্মী রেহানা আক্তার। সেই টাকা পুরোটাই নিয়ে গেছেন তাঁর স্বামী। এখন টাকা চাইতে গেলে উল্টো তাঁর ওপর নেমে আসে শারীরিক নির্যাতন। রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শীত, গ্রীষ্ম দেহি নাই। পাঁচ বছর মানুষের বাসায় কাম কইরা দুই লাখ টাহা জমাইছিলাম...
৬ ঘণ্টা আগেরাশিয়ার তেল-বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে ডিজেলের দাম বেড়েছে। বেড়ে গেছে পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২০ ঘণ্টা আগে‘ভ্যাট ফাঁকিতে আইপিডিসি ফাইন্যান্স’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি বলছে, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, তথ্যগত ভুল রয়েছে। এনবিআরের নিয়মিত নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৮-২০২২ করবর্ষের জন্য আইপিডিসির ভ্য
২১ ঘণ্টা আগে