Ajker Patrika

বাংলাদেশের শ্রমিকেরা আমেরিকার চেয়ে ভালো আছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের শ্রমিকেরা আমেরিকার চেয়ে ভালো আছে: পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশে শ্রমিকেরা আমেরিকার তুলনায় অনেক ভালো আছে’। শ্রমিকের অধিকার বাস্তবায়ন না করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে যে ঘোষণা দিয়েছে, সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন কথা বলেন। 

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। 

মোমেন বলেন, ‘আমেরিকায় জনপ্রতি আয় প্রায় ৬৫ হাজার ডলার। বাংলাদেশে ২ হাজার ৮০০ ডলার। কিন্তু সে তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা অনেক ভালো আছে।’ 

যুক্তরাষ্ট্রকে ‘নিষেধাজ্ঞার দেশ’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নিষেধাজ্ঞার দেশ। তারা দিতে পারে। তারা বড়লোক।’ 

শ্রমিকের অধিকারের বিষয়ে সরকার দেশের বাস্তবতার নিরিখে কাজ করবে, এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ইচ্ছা, তাদের মতো ভালো করব। তবে সত্যি একদিনে পারব না।’ 

মন্ত্রী বলেন, ‘আমেরিকায় শ্রমিকেরা একসময় দাস ছিল। দেশটিতে দাসত্ব বহু বছর ধরে ছিল। সেখানে কৃষ্ণাঙ্গরা বাসে উঠতে পারতেন না। সেই আমেরিকা বর্তমান অবস্থায় আসতে ২৫০ বছর লেগেছে।’

উল্লেখ্য, শ্রমিক, শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের হুমকি বা সামগ্রিকভাবে শ্রম অধিকার লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৬ নভেম্বর বিশ্বব্যাপী শ্রমিকদের ক্ষমতায়ন, অধিকার ও উচ্চ শ্রমমান নিশ্চিত করার লক্ষ্যে এক স্মারকে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত