Ajker Patrika

লোডশেডিংয়ের আওতায় এবার রপ্তানিমুখী শিল্প-কারখানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লোডশেডিংয়ের আওতায় এবার রপ্তানিমুখী শিল্প-কারখানা

বিদ্যুতের চাহিদা ও জোগানের মধ্যে সমন্বয় করতে না পারায় গত জুলাই থেকে দেশব্যাপী শিডিউল লোডশেডিং দিচ্ছে সরকার। লোডশেডিংয়ের কোপ এবার পড়তে যাচ্ছে রপ্তানিমুখী শিল্প-কারখানায়ও। বিদ্যুৎ সাশ্রয়ে সরকার এবার শিল্প-কারখানায় এলাকা ও জোন ভিত্তিক সপ্তাহে একদিন লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ রোববার বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 

বৈঠকে অংশ নেওয়া তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজকে আমাদের সঙ্গে বৈঠকে করেছেন। তিনি সপ্তাহে একদিন শিল্প-কারখানায় এলাকা ও জোন ভিত্তিক বিদ্যুতের রেশনিংয়ের কথা বলেছেন।’ 

শহিদউল্লাহ আজিম বলেন, ‘আমরা প্রতিমন্ত্রীকে বিদ্যুৎ রেশনিংয়ের প্রক্রিয়াটা একদিনে সব জায়গায় না করে এলাকা ভিত্তিক করতে বলেছি। একই সঙ্গে গ্যাসচালিত ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র ও ও কাপড় ডায়িংয়ের কারখানায় যাতে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে আমরা এই দাবি করেছি। ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী।’ 

প্রতিমন্ত্রী নসরুল হামিদকে উদ্ধৃত করে শহিদউল্লাহ আজিম বলেন, শিল্প-কারখানায় বিদ্যুৎ রেশনিংয়ের ফলে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। 

শহিদউল্লাহ আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ রেশনিংয়ের ফলে শিল্পাঞ্চলগুলোতে লোডশেডিং হবে কি না—এটা জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, চেষ্টা করব, তবে নিশ্চয়তা দিতে পারছি না। তবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি হবে।’ 

কোন এলাকায় কখন লোডশেডিং হবে এমন একটা নির্দেশনা মন্ত্রণালয় তাঁদের শিগগিরই জানিয়ে দেবে উল্লেখ করে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। তখন নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হবে এবং ভারত থেকেও বিদ্যুৎ আসবে।’ 

সভায় উপস্থিত ছিলেন—ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি ফজলে এহসান শামীম ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর পরিচালক রাজীব হায়দারসহ ব্যবসায়ী নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত