আইসিএবির নতুন সভাপতি মারিয়া হাওলাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
আইসিএবির নতুন সভাপতি হয়েছেন মারিয়া হাওলাদার। ছবি: সংগৃহীত

সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন মারিয়া হাওলাদার।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম। গত শনিবার আইসিএবির কাউন্সিল সভায় নতুন কাউন্সিল সদস্যদের দ্বারা তাঁরা নির্বাচিত হন।

আজ বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিএবি।

আইসিএবির নতুন সভাপতি মারিয়া হাওলাদার এর আগে ২০২১ ও ২০২৪ সালে সংগঠনটির সহসভাপতি (অপারেশনস অ্যান্ড মেম্বারস সার্ভিসেস) ছিলেন। তিনি হাওলাদার মারিয়া অ্যান্ড কোং (এইচএমএসি) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা অংশীদার। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ক্রেস্টন গ্লোবালের সদস্য সংস্থা। মারিয়া হাওলাদার বর্তমানে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মহাসচিবের দায়িত্বে আছেন। তিনি ২০২১ সালে আইসিএবির বেশ কয়েকটি অটোমেশন প্রকল্পের চেয়ারপারসন ছিলেন। মারিয়া হাওলাদার ২০০৮ সালে আইসিএবির সহযোগী সদস্য ও ২০১৩ সালে ফেলো সদস্য হন।

আইসিএবির নতুন সহসভাপতি জহিরুল ইসলাম এ কাসেম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ইকোভিস ইন্টারন্যাশনালের সদস্য সংস্থা। ২০২৪ সালেও আইসিএবির সহসভাপতি ছিলেন জহিরুল ইসলাম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। কর ও করপোরেট আইন অনুশীলনে তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি রোটারি ইন্টারন্যাশনালের সদস্য ও রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির সভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত