Ajker Patrika

পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৫: ৪৯
পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে না

রোজার মধ্যে কোনোভাবেই যাতে পেঁয়াজের দাম না বাড়ে, সে জন্য বাঙালির রান্নার অন্যতম এই উপকরণ আমদানি বন্ধ করবে না সরকার। সচিবালয়ে আজ মঙ্গলবার কৃষিসচিব মো. ছায়েদুল ইসলাম মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান। ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় বাজার তদারক করা হবে বলেও তিনি জানান। 

সভায় কৃষিসচিব বলেন, কিছু গণমাধ্যমে দেখলাম আজ মঙ্গলবারের পর আইপি বা আমদানি অনুমোদন বন্ধ করে দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আইপি ইস্যু করা বা বন্ধ করা এরকম কোনো নির্দেশনা বা পরিকল্পনা আমাদের নেই।’ 

পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে কৃষক ও ভোক্তার স্বার্থ বিবেচনা করা হয় জানিয়ে কৃষিসচিব বলেন, ‘কৃষকেরা এখন পর্যন্ত পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন। সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের নেই। তবে আমরা নিবিড়ভাবে বাজার মনিটর করছি, কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।’ 

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয় ৩ হাজার ১২৪ কোটি টাকায় ৭৭টি প্রকল্প বাস্তবায়ন করছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত এসব প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ৪০ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত