Ajker Patrika

৪ এপ্রিল বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বিন্দতা করছে যে দুটি প্যানেল

নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল বিজিএমইএ নির্বাচনে প্রতিদ্বিন্দতা করছে যে দুটি প্যানেল

প্রায় ৬ বছর পর দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) নির্বাচন আগামি ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামের দুটি প্যানেল।

২০১৫ সালের পর থেকে সমঝোতার ভিত্তিতে বিজিএমইএর নেতা নির্বাচিত হয়ে আসছে। তবে এবার গত কয়েক মেয়াদের সমঝোতা প্রথা পরিহার করে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে গুরুত্বপুর্ণ এ খাতের নেতা। করোনার এই কঠিন পরিস্থিতিতে বিশ্ব বাজারে টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, উত্তরায় বিজিএমইএর নতুন ভবনের অবকাঠামো নির্মাণ এখনও শেষ হয়নি। এ কারণে হোটেল র‌্যাডিসনে ভোট হবে। তবে চট্টগ্রাম অঞ্চলে সংগঠনটির নিজস্ব ভবনেই নির্বাচন হবে। ওই দিন সাধারণ সদস্যেরা ভোটের মাধ্যমে  ৩৫ জন পরিচালক নির্বাচিত করবেন। পরে পরিচালকেদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে একজন সভাপতি ও সাত জন সহ–সভাপতি।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা বিভিন্নভাবে ভোটারদের মাঝে প্রচারণা চালাচ্ছেন। এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদকে নেতৃত্ব দিচ্ছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সহ–সভাপতি ফারুক হাসান। অন্যদিকে ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আরেক সাবেক সহ–সভাপতি এ বি এম শামসুদ্দিন। সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট ড. রুবানা হক ফোরামের প্যানেল সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্মিলিত পরিষদের নেতা ফারুক হাসান বলেন, বিজিএমইএ’র নির্বাচনে ভোটাররা বারবার সম্মিলিত পরিষদের ওপর আস্থা রেখেছেন। এবারো ভোটাররা সম্মিলিত পরিষদকে বিজয়ী করবেন। কোভিড-১৯-এর প্রভাবে দেশের পোশাক খাতের উদ্যোক্তারা সংকটের মধ্যে রয়েছেন। এই সংকট থেকে উত্তরণে তিনি সরকারের দেওয়া প্রণোদনা ঋণ পরিশোধের সময় ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করার জন্য সরকারে প্রতি আহবান জানান।

পোশাক খাতকে নিরাপদ ও টেকসই খাত হিসেবে তৈরি করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এ জন্য আমরা অনেক বিনিয়োগ করেছি। এটাকে আরো টেকসই করতে হবে। পণ্য ও বাজার বহুমুখী করতে হবে। এ ছাড়া দক্ষতায়ও জোর দিতে হবে। বিজয়ী হলে আমরা আগামীতে এসব নিয়ে কাজ করব।

ফোরামের প্যানেল নেতা এ বি এম শামসুদ্দিন বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত পোশাক শিল্প বড় ধরনের সংকটের মুখে পড়েছে। এই সংকট কাটিয়ে উঠে পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান কাজ। 

তিনি আরো বলেন, আমাদের প্যানেলের প্রত্যেকেই উচ্চশিক্ষিত ও সফল ব্যবসায়ী। নির্বাচনে আমাদের পুরো প্যানেল যদি জয়ী হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে জয় করতে পারবো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত