অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। দেশের বাজারে এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়ল। ফলে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সোনার নতুন দাম নির্ধারণের কথা জানায়। নতুন দর বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে সর্বশেষ গত রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
অবশ্য রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১০০ টাকাই থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি বুধবার থেকে বেড়ে হবে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। একইভাবে হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৯১ হাজার ৩৮ টাকা হচ্ছে।
মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ৮৯ হাজার ২১৮ টাকা। তার মানে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ২ হাজার ৬১৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৭ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় বাড়ছে ১ হাজার ৮২০ টাকা।
এদিকে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। সোনার মূল্যবৃদ্ধির মূল কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো এবং লেবাননের ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। দেশের বাজারে এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়ল। ফলে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে সোনার নতুন দাম নির্ধারণের কথা জানায়। নতুন দর বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে সর্বশেষ গত রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
অবশ্য রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১০০ টাকাই থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি বুধবার থেকে বেড়ে হবে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। একইভাবে হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৯১ হাজার ৩৮ টাকা হচ্ছে।
মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ৮৯ হাজার ২১৮ টাকা। তার মানে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ২ হাজার ৬১৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৭ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় বাড়ছে ১ হাজার ৮২০ টাকা।
এদিকে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। সোনার মূল্যবৃদ্ধির মূল কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো এবং লেবাননের ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা।
গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন ২৬ বছর বয়সী ইয়াসমিন লাবণী। সেখানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। পদ্মা শাতিল আরব ফ্যাশনস লিমিটেড নামে এই কারখানায় তৈরি পোশাক অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্যাশন রিটেইলার কোম্পানি মোজাইকে সরবরাহ করা হয়। কিন্তু এই মোজাইকের দোষে এখন পথে বসার অবস্থা লাবণীর।
২ ঘণ্টা আগেব্যাংকিং খাতে স্বচ্ছতার অভাব, আর্থিক সুরক্ষার ঘাটতি ও গ্রাহকের আস্থার অবনতি উল্লেখ করে বাংলাদেশের ব্যাংকিং খাতের রেটিং কমিয়েছে মুডিজ। বিশ্বখ্যাত ‘ক্রেডিট রেটিং’ সংস্থা মুডিজ গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে। এর এক দিন আগে, সংস্থাটি বাংলাদেশের সার্বভৌম রেটিং বি১ থেকে কমিয়ে বি২ করেছে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এসএসএল কমার্জের মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ই-রিক্রুটমেন্ট সিস্টেম ও ই-টিকেটিং সিস্টেমে পেমেন্ট গেটওয়ে ব্যবহারের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে।
৬ ঘণ্টা আগেপুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায় ‘ইউনিফর্ম অনলাইন প্ল্যাটফর্ম’ তৈরি করা হবে,
১০ ঘণ্টা আগে