নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরের ধাক্কা কাটিয়ে সক্রিয় হয়ে উঠছে দেশের উৎপাদন খাত, যার প্রতিফলন ঘটেছে রপ্তানিতে। গত অক্টোবরে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বাংলাদেশ থেকে গত অক্টোবরে ৪১৩ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসে এটি ছিল ৩৪৮ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৬৫ কোটি ডলার বা ১৮ দশমিক ৬৮ শতাংশ।
তবে গত অক্টোবরে কোন খাতের রপ্তানি কতটা বেড়েছে, তা এনবিআরের পরিসংখ্যান থেকে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও আশুলিয়ার কারখানাগুলোতে বেশ কিছুদিন অসন্তোষ চলার পর শ্রমিকেরা কাজে ফিরেছেন গত মাসে।
তা ছাড়া শীত মৌসুম ও ক্রিসমাস উৎসবের জন্য পোশাক জাহাজীকরণ হচ্ছে। সে জন্য রপ্তানির গতি বেড়েছে বলে তিনি মনে করেন।
বিকেএমইএ সভাপতি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী গ্রীষ্মের ক্রয়াদেশ ২০ থেকে ২৫ শতাংশ কম এসেছে। তবে আগামী শীত মৌসুমের জন্য ক্রয়াদেশ কিছুটা বাড়তে পারে।
তবে গ্যাস-সংকটের কারণে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো সময়মতো ঋণপত্র খুলতে পারছে না। তাই ভবিষ্যতে পোশাক রপ্তানি কতটা বৃদ্ধি পাবে, তা নির্ভর করছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও ব্যাংক খাতের সহায়তার ওপর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরের ধাক্কা কাটিয়ে সক্রিয় হয়ে উঠছে দেশের উৎপাদন খাত, যার প্রতিফলন ঘটেছে রপ্তানিতে। গত অক্টোবরে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, বাংলাদেশ থেকে গত অক্টোবরে ৪১৩ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসে এটি ছিল ৩৪৮ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৬৫ কোটি ডলার বা ১৮ দশমিক ৬৮ শতাংশ।
তবে গত অক্টোবরে কোন খাতের রপ্তানি কতটা বেড়েছে, তা এনবিআরের পরিসংখ্যান থেকে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গাজীপুর ও আশুলিয়ার কারখানাগুলোতে বেশ কিছুদিন অসন্তোষ চলার পর শ্রমিকেরা কাজে ফিরেছেন গত মাসে।
তা ছাড়া শীত মৌসুম ও ক্রিসমাস উৎসবের জন্য পোশাক জাহাজীকরণ হচ্ছে। সে জন্য রপ্তানির গতি বেড়েছে বলে তিনি মনে করেন।
বিকেএমইএ সভাপতি বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী গ্রীষ্মের ক্রয়াদেশ ২০ থেকে ২৫ শতাংশ কম এসেছে। তবে আগামী শীত মৌসুমের জন্য ক্রয়াদেশ কিছুটা বাড়তে পারে।
তবে গ্যাস-সংকটের কারণে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো সময়মতো ঋণপত্র খুলতে পারছে না। তাই ভবিষ্যতে পোশাক রপ্তানি কতটা বৃদ্ধি পাবে, তা নির্ভর করছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও ব্যাংক খাতের সহায়তার ওপর।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নেমে আসায় কিছুটা স্বস্তির দেখা মিলেছিল। কিন্তু সেই স্বস্তি ধরে রাখা গেল না। পরের মাস অক্টোবরেই ঠিকই দুই অঙ্কের ঘরে চলে আসে মূল্যস্ফীতি।
২ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম আরেক দফা কমেছে। এ দফায় প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।
৩ ঘণ্টা আগেরাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, গ্রিন প্রযুক্তিসহ মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী। প্রদর্শনীর আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।
৪ ঘণ্টা আগেঅক্টোবরে ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসায় বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ। এর ফলে বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৪ বিলিয়নের ঘরে অবস্থান করছে।
৫ ঘণ্টা আগে