আইএসএজিও সার্টিফিকেট পেল ইউএস-বাংলা এয়ারলাইনস 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১০: ২৪
আপডেট : ১৮ জুন ২০২৪, ১০: ৩১

বাংলাদেশের নেতৃস্থানীয় বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা সম্প্রতি অসামান্য গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবার জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) থেকে নিবন্ধনের প্রশংসিত সার্টিফিকেট বা সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থা ও ব্যবস্থাপনা, লোড কন্ট্রোল, প্যাসেঞ্জার অ্যান্ড ব্যাগেজ হ্যান্ডেলিং, এয়ারক্রাফট হ্যান্ডেলিং অ্যান্ড লোডিং, এয়ারক্রাফট গ্রাউন্ড মুভমেন্ট অ্যান্ড কার্গো ও মেইল হ্যান্ডেলিং খাতে অসামান্য অবদান রাখায় ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড আইএটিএ সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস প্রোগ্রামের (আইএসএজিও) অধীনে নিবন্ধিত হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গ্রাউন্ড অপারেশনসের জন্য আইএটিএ সেফটি অডিট (আইএসএজিও) গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবাগুলোতে উচ্চ মান বজায় রাখার জন্য ইউএস-বাংলাকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি বিমান পরিবহন শিল্পে আমাদের অবস্থানকে আরও মজবুত করবে।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের এই সনদপত্র আমাদের যাত্রীদের এবং নিয়ন্ত্রকদের আমাদের সুরক্ষা, নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিষেবাগুলোর গুণমান ব্যবস্থার ওপর আস্থা প্রদান করবে। 

উল্লেখ্য, ইউএস-বাংলা ২০২৩ সাল থেকে একটি আইওএসএ (আইএটিএ অপারেশনাল সেফটি অডিট) নিবন্ধিত বিমান পরিবহন সংস্থা। এখন এটি আইএসএজিওর নিবন্ধনও পেল। ইউএস-বাংলা সব সময় সুরক্ষা ও কর্মক্ষমতার ক্ষেত্রে সেরাটা দিতে উন্মুখ। এই অর্জন আমাদের দক্ষতারই প্রমাণ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত