এনভয় টেক্সটাইলের পরিচালক পদ হারালেন সালাম মূর্শেদী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২৩: ৪৪
আবদুস সালাম মূর্শেদী। ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীকে এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছে। আজ শনিবার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে তাকে সরানো হয়। ৮৪ দশমিক ২৪ শতাংশ শেয়ারহোল্ডার মূর্শেদীর বিপক্ষে ভোট দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

হংকংভিত্তিক বহুজাতিক এপিক গ্রুপের অনুমোদিত কসমোপলিটান ইন্ডাস্ট্রিজের মনোনীত প্রতিনিধি দিনেশ গোপ বিরওয়ানি শূন্য পদে নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও রাশিদা আহমেদ ও এস কে বশির আহমেদ পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

সভায় প্রায় ২৫ জন শেয়ারহোল্ডার অংশ নেন। অনিয়মের কারণে ২০২২ সালের জুন মাসে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পরও সালাম মূর্শেদীর কোম্পানির অফিসের ফ্লোর এবং গাড়ির ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তোলেন শেয়ারহোল্ডার মাহবুবুল হক বাবু।

আরেক শেয়ারহোল্ডার গোলাম ফারুক মূর্শেদীর শেয়ার বিক্রির বিষয়ে স্থগিত রাখতে বোর্ডকে আদালতের আদেশ চাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়াও শেয়ারহোল্ডার আব্দুল মোতালেব, নুরুল আনোয়ার এবং জাহাঙ্গীর আলম কোম্পানির সুনাম নষ্ট করার জন্য মূর্শেদীকে দায়ী করে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

সাবেক সংসদ সদস্য, আবদুস সালাম মূর্শেদী, এনভয় টেক্সটাইল, পরিচালক, অপসারণ, গুলশান শুটিং ক্লাব, কোম্পানি, বার্ষিক সাধারণ সভা, এজিএম, শেয়ারহোল্ডার, ভোট

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত