Ajker Patrika

বাংলাদেশিরা বিদেশে চিকিৎসায় বছরে ব্যয় করে ৫০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮: ৫৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ফাইল ছবি

বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে ৫০০ কোটি ডলারের বেশি খরচ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশিদের প্রাথমিক গন্তব্য ভারত ও থাইল্যান্ড।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার ডেটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ’ বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

গভর্নর বলেন, এই খরচের একটি বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয়। এতে দেশের ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ওপর যথেষ্ট চাপ তৈরি হয়। এ সমস্যা সমাধানের জন্য একটি আইনি কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমাদের ডলার খরচ কমাতে সবার চেষ্টা দরকার। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো বাধা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত