Ajker Patrika

২০২৪ সাল পর্যন্ত ফ্রিল্যান্সাররা করমুক্ত, ভয়ের কিছু নেই: বেসিস সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৪ সাল পর্যন্ত ফ্রিল্যান্সাররা করমুক্ত, ভয়ের কিছু নেই: বেসিস সভাপতি

ফ্রিল্যান্সিংয়ের ওপর করারোপ নিয়ে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ। আজ শনিবার দুপুরে রাজধানীর বনশ্রীতে আইটি প্রতিষ্ঠান ‘বিডিকলিং আইটি লিমিটেডের’ নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বেসিস সভাপতি বলেন, ‘ফ্রিল্যান্সিংয়ের ওপর করারোপ নিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। আইসিটি ইন্ডাস্ট্রি আইনের ১২৪ ধারা অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ফ্রিল্যান্সারদের ওপর কোনো কর নেই। বাংলাদেশ ব্যাংক তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য ব্যাংকগুলোকে একটা সার্কুলার দিয়েছে। এটা নতুন কিছু নয়। সুতরাং এটা নিয়ে ফ্রিল্যান্সারদের ভয়ের কিছু নেই।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে রাসেল টি আহমেদ আরও বলেন, ‘বর্তমানে সারা বিশ্বেই আইটি সংক্রান্ত জনবলের সংকট রয়েছে। বাংলাদেশিদের জন্য এটা বড় সুযোগ। বিশ্বে আইটি সেক্টরে প্রচুর কাজের চাহিদা রয়েছে। সে অনুপাতে আমরা কাজ করতে পারছি না। তবে সুযোগটিকে কাজে লাগিয়ে আমরা দেশের জন্য আরও রেমিট্যান্স নিয়ে আসতে পারি। 

‘এই মুহূর্তে আমরা আইসিটি সেক্টর থেকে প্রায় দেড় মিলিয়ন ডলার এক্সপোর্ট করি। এর মধ্যে প্রথম চারটি ডেসটিনেশন হলো, আমেরিকায় ৩৪ শতাংশ এবং যুক্তরাজ্যে ৩০ শতাংশ। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানেও বড় একটা অংশ আমরা এক্সপোর্ট করে থাকি। শুধুমাত্র আমেরিকাতে ৩ মিলিয়ন আইসিটি লোকের স্বল্পতা আছে। যুক্তরাজ্যে ১ মিলিয়নের মতো, ইউরোপের দেড় মিলিয়নের মতো এবং জাপানে সাড়ে ৮ লাখের মতো লোকের স্বল্পতা আছে।’ 

বাংলাদেশিদের জন্য এটা বড় সুযোগ উল্লেখ করে রাসেল টি আহমেদ বলেন, ‘শুধুমাত্র এই চারটি দেশের চাহিদা যদি আমরা ১০ শতাংশও পূরণ করতে পারি, তাহলেই আমাদের এক্সপোর্ট ২০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।’ 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান সাবিনা আক্তার। তিনি বলেন, ‘অনলাইন শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে বিশ্বে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সারা বিশ্বের এ শ্রমবাজারে বাংলাদেশের অংশ প্রায় ১৬ শতাংশ। তবে এ খাতের কর্মী হিসেবে বিশ্বের দ্বিতীয় স্থানে থাকলেও আয়ের দিক থেকে অষ্টম। বিশ্বে ফ্রিল্যান্সিংয়ের বাজার দেড় ট্রিলিয়ন ডলার। তাই এই বাজার আরও সম্প্রসারণের সুযোগ করে দিতে হবে।’ 

আয়োজকেরা জানান, চার শতাধিক কর্মীর প্রতিষ্ঠান বিডি কলিংয়ে নতুন করে আরও প্রায় দেড় শ কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মানুষের কর্মসংস্থান গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত