কারখানায় গ্যাস–বিদ্যুতে ভর্তুকি চান এমসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ১৯
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ২৪

শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি চাইছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। শনিবার (২৫ ফেব্রুয়ারি) এমসিসিআই কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম।

এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘সরকার থেকে একটা ঘোষণা এসেছে প্রতি মাসে বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করা হবে, যদি বিদ্যুতের দাম ইন্ডাস্ট্রি লেভেলে বেড়ে যায় তাহলে তা সব ক্ষেত্রেই প্রভাব ফেলবে। ব্যবসায়ী হিসেবে সরকারকে অনুরোধ করব, আমাদের কোনোভাবে সহনীয় পর্যায়ে ভর্তুকি দিয়ে সাহায্য করা যায় কি না। আমাদের কস্ট অব প্রোডাকশন যদি ধরে রাখতে পারি, তাহলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারব।’

কাঁচামালের আমদানি কমে গেলে তা ব্যবসায়ীদের জন্য চিন্তার কারণ হবে উল্লেখ করে এমসিসিআই সভাপতি বলেন, ‘ডলার সাশ্রয় করতে আমাদের সরকার কিছু উদ্যোগ নেওয়ায় গত ছয় মাসে পণ্য আমদানি হয়েছে ৩৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার। আমদানি কমেছে ২ দশমিক ১৩ শতাংশ। ডলার সাশ্রয় করতে সরকারকে বিলাসপণ্যে আমদানি কমাতে হবে। কাঁচামালের আমদানি কমে গেলে তা ব্যবসায়ীদের জন্য চিন্তার কারণ হবে।’ 

ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার আহ্বান জানিয়ে মো. সাইফুল ইসলাম আরও বলেন, ‘ব্যবসা করতে গেলে প্রতি বছর ট্রেড লাইসেন্স রিনিউ করা লাগে। বিশ্বের অন্য কোনো দেশে তা নেই। আমদানি–রপ্তানির লাইসেন্সের মেয়াদ কিন্তু পাঁচ বছর করা হয়েছে। আমরা চাই আমাদের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের মেয়াদও পাঁচ বছর করা হোক। কলকারখানার লাইসেন্সের মেয়াদও যদি পাঁচ বছরের জন্য দেওয়া হয় তাহলে ইজ অব ডুয়িং বিজনেস অনেক দূর এগিয়ে যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত