নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীনতার পর থেকে দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে, অথচ এ সময় ফসলি জমি কমেছে ৩০ শতাংশ। তবে কৃষি উন্নয়ন কর্মকাণ্ডে বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের ভূমিকায় ফসলের উৎপাদন বেড়েছে। গত ৫২ বছরে দেশে প্রধান খাদ্যশস্য ধানের উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৮ গুণ। এ ছাড়া গমের উৎপাদন বেড়েছে ১৭ দশমিক ২৭ গুণ।
আজ শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘কৃষি উন্নয়নের লক্ষ্যে ডিএই পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সভায় মূল প্রবন্ধে ওপরের তথ্য উপস্থাপন করা হয়।
প্রবন্ধটি উপস্থাপন করেন বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম।
মূল প্রবন্ধে বলা হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দেশের কৃষি উৎপাদন বাড়ছে। যান্ত্রিক চাষাবাদসহ আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার, উন্নত কৃষি উপকরণ ব্যবহারসহ বিভিন্ন কারণে শাকসবজি, ধান, আলু, আমসহ বেশ কিছু কৃষিপণ্য উৎপাদনের দিক থেকে বিশ্বে শীর্ষ দশে রয়েছে বাংলাদেশ।
বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তা সাম্প্রতিকতম কৃষিপ্রযুক্তি কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছানোর পাশাপাশি সার, বীজ, কীটনাশক, বালাইনাশক ইত্যাদির মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং কৃষিজ পণ্য আমদানি-রপ্তানির নীতি নির্ধারণসহ নানাভাবে কৃষির উন্নয়নে ভূমিকা রাখছেন। কিন্তু কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃষি ক্যাডার কর্মকর্তারা চাকরিসংক্রান্ত নানা ধরনের বৈষম্যের শিকার।
এসব কর্মকর্তা প্রতিনিয়ত পদবঞ্চিত হওয়ার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে সামাজিকভাবেও তাঁরা সম্মানহানির সম্মুখীন। কৃষি ক্যাডারের কর্মকর্তারা মনে করেন, বৈষম্যহীন, মেধাভিত্তিক কৃষি প্রশাসনের মাধ্যমেই প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব।
বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন আয়োজিত এ সভায় সারা দেশ থেকে বিসিএস কৃষি ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর করার একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবার মতামতের ভিত্তিতে ডিএইর পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয় এ সময়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলম। কৃষি ক্যাডারের অবসরপ্রাপ্ত পরিচালক আহম্মেদ আলী চৌধুরী ইকবাল, আহ্বায়ক কমিটির সদস্য ড. মুহাম্মদ মাহবুবুর রশিদ প্রমুখ সভায় বক্তব্য দেন।
স্বাধীনতার পর থেকে দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে, অথচ এ সময় ফসলি জমি কমেছে ৩০ শতাংশ। তবে কৃষি উন্নয়ন কর্মকাণ্ডে বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের ভূমিকায় ফসলের উৎপাদন বেড়েছে। গত ৫২ বছরে দেশে প্রধান খাদ্যশস্য ধানের উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৮ গুণ। এ ছাড়া গমের উৎপাদন বেড়েছে ১৭ দশমিক ২৭ গুণ।
আজ শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘কৃষি উন্নয়নের লক্ষ্যে ডিএই পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সভায় মূল প্রবন্ধে ওপরের তথ্য উপস্থাপন করা হয়।
প্রবন্ধটি উপস্থাপন করেন বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম।
মূল প্রবন্ধে বলা হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দেশের কৃষি উৎপাদন বাড়ছে। যান্ত্রিক চাষাবাদসহ আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার, উন্নত কৃষি উপকরণ ব্যবহারসহ বিভিন্ন কারণে শাকসবজি, ধান, আলু, আমসহ বেশ কিছু কৃষিপণ্য উৎপাদনের দিক থেকে বিশ্বে শীর্ষ দশে রয়েছে বাংলাদেশ।
বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তা সাম্প্রতিকতম কৃষিপ্রযুক্তি কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছানোর পাশাপাশি সার, বীজ, কীটনাশক, বালাইনাশক ইত্যাদির মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং কৃষিজ পণ্য আমদানি-রপ্তানির নীতি নির্ধারণসহ নানাভাবে কৃষির উন্নয়নে ভূমিকা রাখছেন। কিন্তু কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃষি ক্যাডার কর্মকর্তারা চাকরিসংক্রান্ত নানা ধরনের বৈষম্যের শিকার।
এসব কর্মকর্তা প্রতিনিয়ত পদবঞ্চিত হওয়ার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে সামাজিকভাবেও তাঁরা সম্মানহানির সম্মুখীন। কৃষি ক্যাডারের কর্মকর্তারা মনে করেন, বৈষম্যহীন, মেধাভিত্তিক কৃষি প্রশাসনের মাধ্যমেই প্রকৃত কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব।
বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন আয়োজিত এ সভায় সারা দেশ থেকে বিসিএস কৃষি ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর করার একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবার মতামতের ভিত্তিতে ডিএইর পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয় এ সময়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলম। কৃষি ক্যাডারের অবসরপ্রাপ্ত পরিচালক আহম্মেদ আলী চৌধুরী ইকবাল, আহ্বায়ক কমিটির সদস্য ড. মুহাম্মদ মাহবুবুর রশিদ প্রমুখ সভায় বক্তব্য দেন।
পাঁচ বছর অন্যের বাসায় কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন গৃহকর্মী রেহানা আক্তার। সেই টাকা পুরোটাই নিয়ে গেছেন তাঁর স্বামী। এখন টাকা চাইতে গেলে উল্টো তাঁর ওপর নেমে আসে শারীরিক নির্যাতন। রেহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘শীত, গ্রীষ্ম দেহি নাই। পাঁচ বছর মানুষের বাসায় কাম কইরা দুই লাখ টাহা জমাইছিলাম...
২ ঘণ্টা আগেরাশিয়ার তেল-বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর বিশ্বজুড়ে ডিজেলের দাম বেড়েছে। বেড়ে গেছে পরিশোধনকারীদের মুনাফার পরিমাণও। নতুন এই নিষেধাজ্ঞার ফলে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৭ ঘণ্টা আগে‘ভ্যাট ফাঁকিতে আইপিডিসি ফাইন্যান্স’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি বলছে, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, তথ্যগত ভুল রয়েছে। এনবিআরের নিয়মিত নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ২০১৮-২০২২ করবর্ষের জন্য আইপিডিসির ভ্য
১৭ ঘণ্টা আগেকনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং সিসিপিআইটি টেক্স চায়নার যৌথ আয়োজনে চলছে ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ (উইন্টার এডিশন) এবং ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এই
১৭ ঘণ্টা আগে