Ajker Patrika

মূলধন বাড়লেও কমেছে সূচক-লেনদেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৪৯
মূলধন বাড়লেও কমেছে সূচক-লেনদেন

বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই পুঁজিবাজারে দাম বাড়ার চেয়ে কমার তালিকায় ছিল বেশির ভাগ প্রতিষ্ঠান। এতে করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহটিতে কমেছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। তবে এরপরও বেড়েছে বাজার মূলধন। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি পুঁজিবাজারের পঞ্চম সপ্তাহ। এই সরকারের অধীনে লেনদেন হওয়া পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহেই পুঁজিবাজারে দরপতন হয়েছে। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজারে উল্লম্ফন হলেও নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সপ্তাহ বড় দরপতন হয়। তবে তৃতীয় সপ্তাহে এসে বাজার ঊর্ধ্বমুখী হয়; কিন্তু চতুর্থ সপ্তাহে আবার দরপতন হয়। পঞ্চম সপ্তাহেও দাম কমার তালিকা বড় হয়েছে। 

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়, বিপরীতে কমেছে ২৭১টির, আর ১৮টির অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় আড়াই গুণ বেশি প্রতিষ্ঠান রয়েছে। 

এর প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ২ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৭৫ পয়েন্ট এবং তারও আগের সপ্তাহে বাড়ে ১০৪ পয়েন্ট। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ২০৩ পয়েন্ট এবং ২০ পয়েন্ট। অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের পাঁচ সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১৯৬ পয়েন্ট। 

এরপরও গত সপ্তাহ ডিএসইর বাজার মূলধন ৮৯৮ কোটি টাকা বা দশমিক ১৩ শতাংশ বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত