Ajker Patrika

দেশের বাজারে ২৫০ সিসির মোটরসাইকেল আনল বাজাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বাজারে ২৫০ সিসির মোটরসাইকেল আনল বাজাজ

দেশে প্রথমবারের মতো ২৫০ সিসির মোটরসাইকেল উদ্বোধন করেছে বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের নির্মাতা ও পরিবেশক উত্তরা মোটরস। আজ সোমবার উদ্বোধন করা হয় পালসার এন-২৫০ মোটরসাইকেলটি। ৩ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা মূল্যের মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে তিনটি ভিন্ন রঙে। ২৫০ সিসির ওয়েল কুলড ইঞ্জিন সংবলিত মোটরসাইকেলটিতে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস) ব্যবহার করা হয়েছে। 

কয়েক মাস আগে, স্থানীয়ভাবে উৎপাদিত ১৬৫ এর চেয়ে উচ্চতর সিসির ইঞ্জিন সংবলিত মোটরসাইকেল বিক্রির অনুমতি দেয় সরকার। এরপর অক্টোবর থেকে সড়কে ৩৭৫ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার। তবে সে ক্ষেত্রেও মোটরসাইকেলগুলো দেশে উৎপাদিত হতে হবে। বাজাজের পর এবার অন্য ব্র্যান্ডগুলোও উচ্চতর সিসির মোটরসাইকেল নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান, বাজাজ অটো ভারতের বিভাগীয় ব্যবস্থাপক (ইন্টারন্যাশনাল বিজনেস) সামীর মারদিকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত