Ajker Patrika

বিকাশে অ্যাড মানিতে ইনস্ট্যান্ট বোনাস

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০০
বিকাশে অ্যাড মানিতে ইনস্ট্যান্ট বোনাস

প্রতিদিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যাংক বা কার্ড থেকে বিকাশে ২ হাজার ৫০০ টাকা অ্যাড মানি করলেই ২৫ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন গ্রাহকেরা। ১ সেপ্টেম্বর থেকে চালু হওয়া অফারটি চলবে পরবর্তী ঘোষণা পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা প্রতিদিনই নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বোচ্চ একবার করে ২৫ টাকা বোনাস নিতে পারছেন। উল্লেখ্য, যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করা হবে, সেই অ্যাকাউন্টেই কেবল বোনাস পাওয়া যাবে।

বর্তমানে ৩৭টি বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ থেকে সহজেই নিজের বা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন। একই সঙ্গে বাংলাদেশে ইস্যুকৃত সব ভিসা কার্ড ও মাস্টার কার্ড থেকেও বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন গ্রাহকেরা।

বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করে টাকা এনে গ্রাহকেরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইনে পণ্য কিনে পেমেন্ট করা, স্কুল-কলেজের বেতন পরিশোধ করা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করাসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে দেশজুড়ে বিকাশের প্রায় ৩ লাখ এজেন্ট পয়েন্টে গিয়ে ক্যাশ আউটও করতে পারছেন গ্রাহকেরা।

বিকাশে টাকা আনতে প্রথমে গ্রাহককে যে ব্যাংক থেকে অ্যাড মানি করতে চান, সেই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে নিবন্ধন করে নিজের বা প্রিয়জনের বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। এরপর ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করে কয়েকটি সুনির্দিষ্ট ধাপে বিকাশ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, টাকার পরিমাণ, ওটিপি কোড, বিকাশ পিন ইত্যাদি প্রয়োজনীয় তথ্য টাইপ করলে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন সহজেই। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। কার্ড থেকে অ্যাড মানি করতে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে গিয়ে ‘কার্ড টু বিকাশ’ অপশন থেকে কয়েকটি ধাপ অনুসরণ করলেই টাকা চলে আসবে বিকাশ অ্যাকাউন্টে। 

অফারের বিস্তারিত জানা যাবে www.bkash.com/bn/addmoney_hourly_cashback লিংকে ক্লিক করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত