Ajker Patrika

২৪/৫ ট্রেড শপ চালু করল প্রাইম ব্যাংক

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ মে ২০২২, ১৩: ৪৮
২৪/৫ ট্রেড শপ চালু করল প্রাইম ব্যাংক

স্থানীয় ও আন্তর্জাতিক গ্রাহকদের জন্য বৈদেশিক বাণিজ্যভিত্তিক পরিষেবা সপ্তাহে পাঁচ কর্মদিবসে ২৪ ঘণ্টাব্যাপী পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেছে প্রাইম ব্যাংক। গ্রাহকদের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনকে আরও দক্ষতা এবং দ্রুততার সঙ্গে পরিচালনা করার জন্য এই সময়োপযোগী সেবা চালু করা হয়েছে।

এই পরিষেবার অধীনে সপ্তাহে পাঁচ কর্মদিবসে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য পরিষেবা দেওয়া হবে এবং রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে তথ্যভিত্তিক গ্রাহকসহায়তা প্রদান করা হবে। 

২৪/৫ ট্রেড শপ সেবা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক সর্বদা আন্তর্জাতিক বাণিজ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আমি বিশ্বাস করি এই ২৪/৫ ট্রেড শপ উদ্যোগের মাধ্যমে আমাদের গ্রাহকগণ ব্যাপকভাবে উপকৃত হবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত