Ajker Patrika

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩১তম সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২২, ১৩: ০০
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩১তম সভা গতকাল মঙ্গলবার ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব এবং ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. মো. মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (এএন্ডআই), বাংলাদেশ পুলিশ; মো. মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি অ্যান্ড চিফ অব এসবি, বাংলাদেশ পুলিশ; ব্যারিস্টার মাহবুবুর রহমান, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল আইজি অ্যান্ড চিফ অব সিআইডি, বাংলাদেশ পুলিশ; এস এম রুহুল আমিন, অ্যাডিশনাল আইজি, (এল অ্যান্ড এএ), বাংলাদেশ পুলিশ; মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (এইচআরএম), বাংলাদেশ পুলিশ; এম খুরশীদ হোসেইন, বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস), বাংলাদেশ পুলিশ; ড. হাসান-উল-হায়দার, বিপিএম, অ্যাডিশনাল আইজি (এপিবিএন), বাংলাদেশ পুলিশ; মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল আইজি অ্যান্ড চিফ অব শিল্পাঞ্চল পুলিশ, বাংলাদেশ পুলিশ; মো. আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), ডিআইজি (এফ অ্যান্ড ডি), বাংলাদেশ পুলিশ; কাজী জিয়া উদ্দিন, ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১), বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১), বাংলাদেশ পুলিশ; সুফিয়ান আহমেদ, এআইজি (কল্যাণ ট্রাস্ট), বাংলাদেশ পুলিশ; বি এম ফরমান আলী, পিপিএম, ইন্সপেক্টর ও সভাপতি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন; মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক; ড. আবদুল্লাহ আল মাহমুদ, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত