Ajker Patrika

বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কার পাচ্ছেন বিকাশে 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪: ২৮
বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কার পাচ্ছেন বিকাশে 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বিজয়ীরা তাঁদের পুরস্কারের অর্থ পাচ্ছেন বিকাশে। বিজয়ীরা কোনো ঝামেলা ছাড়াই তাঁদের পুরস্কারের অর্থ তৎক্ষণাৎ বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পাচ্ছেন।

জানা গেছে, ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’কে প্রতিপাদ্য হিসেবে সারা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে চলছে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতায় দেশজুড়ে ১২৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার ক্রীড়াবিদ দেশের ১৩টি ভেন্যুতে অংশগ্রহণ করছেন। এবারই প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বিজয়ীদের পুরস্কারের অর্থ প্রদান করা হচ্ছে। গত ৯ সেপ্টেম্বর শুরু হওয়া মাসব্যাপী এ আয়োজনের ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ।

এবারের আয়োজন ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে চলছে। আসরের প্রত্যেক ইভেন্টে অংশ নেওয়া প্রথম তিনজন বিজয়ী স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাচ্ছেন। সবচেয়ে বেশি পদকজয়ী বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়ন ট্রফি।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সহসভাপতি নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত