অনলাইন ডেস্ক
আমাদের বিজ্ঞাপন, আমাদের মতো করে, আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম-এর পথচলা। সেই যাত্রার ২৫তম বছর চলছে। নির্দিষ্ট কোনো দিন নয়, ২০২২ এই বছরজুড়েই চলবে মিডিয়াকম-এর ২৫ বছর উদ্যাপন।
‘কথায় কথায় বিদেশি বিদেশি না করে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, মিডিয়া কিংবা বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও আমাদের নিজেদের ওপরই আস্থা রাখতে হবে, এমন বিশ্বাস থেকেই শুরু করেছিলাম মিডিয়াকম-এর। গত ২৫ বছরে আমার সেই বিশ্বাস প্রতিদিনই আরও জোরদার হয়েছে।’ —এভাবেই শুরুর গল্পটা বলেন বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত থাকা মিডিয়াকম-এর চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু জানান, ‘চারজন নিয়ে শুরু হওয়া মিডিয়াকম আজ শতাধিক মানুষের পরিবার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্লায়েন্টদের জন্য ইন্টিগ্রেটেড মার্কেটিং সলিউশন তৈরি করতে গত ২৫ বছরে মিডিয়াকমে যোগ হয়েছে নতুন নতুন ডিপার্টমেন্ট, নতুন নতুন মেধা। প্রতিদিনই আরও বড় হচ্ছে আমাদের কাজের পরিধি।’
মিডিয়াকম-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহ্মুদ বলেন, ‘আমাদের বিজ্ঞাপনগুলো নিয়ে যখন অফিসে, চায়ের দোকানে, মানুষের মুখে মুখে কিংবা এখনকার সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, আমাদের তৈরি করা বা আমাদের ওপর ভরসা রাখা বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো যখন সময়ের সঙ্গে সমানতালে সাফল্যের দিকে ছোটে, তখন বুঝি ঠিক পথেই আছি আমরা।’
২৫ বছরের এই পথচলায় মিডিয়াকম-এর ওপর ভরসা রেখে আসা সব ক্লায়েন্ট, সহকর্মী, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সব সহযাত্রী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানায় দেশের শীর্ষস্থানীয় এই বিজ্ঞাপনী সংস্থাটি। একদিন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সব দেশেই পৌঁছে যাবে মিডিয়াকম-এর এই ‘মেড ইন বাংলাদেশ অ্যাডভারটাইজিং’ এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আমাদের বিজ্ঞাপন, আমাদের মতো করে, আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম-এর পথচলা। সেই যাত্রার ২৫তম বছর চলছে। নির্দিষ্ট কোনো দিন নয়, ২০২২ এই বছরজুড়েই চলবে মিডিয়াকম-এর ২৫ বছর উদ্যাপন।
‘কথায় কথায় বিদেশি বিদেশি না করে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজি, কমিউনিকেশন, মিডিয়া কিংবা বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রেও আমাদের নিজেদের ওপরই আস্থা রাখতে হবে, এমন বিশ্বাস থেকেই শুরু করেছিলাম মিডিয়াকম-এর। গত ২৫ বছরে আমার সেই বিশ্বাস প্রতিদিনই আরও জোরদার হয়েছে।’ —এভাবেই শুরুর গল্পটা বলেন বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
প্রতিষ্ঠাকাল থেকে যুক্ত থাকা মিডিয়াকম-এর চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু জানান, ‘চারজন নিয়ে শুরু হওয়া মিডিয়াকম আজ শতাধিক মানুষের পরিবার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্লায়েন্টদের জন্য ইন্টিগ্রেটেড মার্কেটিং সলিউশন তৈরি করতে গত ২৫ বছরে মিডিয়াকমে যোগ হয়েছে নতুন নতুন ডিপার্টমেন্ট, নতুন নতুন মেধা। প্রতিদিনই আরও বড় হচ্ছে আমাদের কাজের পরিধি।’
মিডিয়াকম-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহ্মুদ বলেন, ‘আমাদের বিজ্ঞাপনগুলো নিয়ে যখন অফিসে, চায়ের দোকানে, মানুষের মুখে মুখে কিংবা এখনকার সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, আমাদের তৈরি করা বা আমাদের ওপর ভরসা রাখা বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো যখন সময়ের সঙ্গে সমানতালে সাফল্যের দিকে ছোটে, তখন বুঝি ঠিক পথেই আছি আমরা।’
২৫ বছরের এই পথচলায় মিডিয়াকম-এর ওপর ভরসা রেখে আসা সব ক্লায়েন্ট, সহকর্মী, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সব সহযাত্রী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানায় দেশের শীর্ষস্থানীয় এই বিজ্ঞাপনী সংস্থাটি। একদিন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সব দেশেই পৌঁছে যাবে মিডিয়াকম-এর এই ‘মেড ইন বাংলাদেশ অ্যাডভারটাইজিং’ এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আইন মেনে ব্যবসা করার ক্ষেত্রে কর কাঠামোকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন ৫৭ শতাংশ এসএমই উদ্যোক্তা। আর ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স) নবায়ন পদ্ধতিকে বাধা মনে করেন ৫৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। ট্রেড লাইসেন্সের অতিরিক্ত ব্যয়কে বাধা হিসেবে দেখছেন অন্তত ৫১ শতাংশ। আর ৪৪ শতাংশ উদ্যোক্তার দাবি, সরকার
১ ঘণ্টা আগেনদী, পাহাড় আর সাগরে ঘেরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অনিন্দ্যসুন্দর জনপদ আমাদের এই বাংলাদেশ। এ দেশের বৈচিত্র্যময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এ বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজন করে ট্র্যাভেলের ছবি, ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর—নূরুন নাহার ও ড. হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে সর্বদলীয় ঐক্যের ব্যানারে দফায় দফায় বিক্ষোভ করেছেন কয়েক শ কর্মকর্তা-কর্মচারী। তাঁদের পদত্যাগের আলটিমেটামও দেওয়া হয়েছে। তবে গর্ভনর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।
৫ ঘণ্টা আগেভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির সঙ্গে টোটালএনার্জির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আদানি এখন ঘুষ কেলেঙ্কারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত। এতে টোটালএনার্জির সামনে নতুন চ্যালেঞ্জ হাজির হয়েছে।
১১ ঘণ্টা আগে