Ajker Patrika

‘মন ভালো করা সব আয়োজন’ নিয়ে বাণিজ্য মেলায় পোলার

বিজ্ঞপ্তি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২০: ২১
‘মন ভালো করা সব আয়োজন’ নিয়ে বাণিজ্য মেলায় পোলার

‘মন ভালো করা সব আয়োজন’ নিয়ে পোলার আইসক্রিম এবারও পূর্বাচলের বঙ্গ বন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) এ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। ২০১৬ স্কয়ার ফিটের প্যাভিলিয়নের বিশাল দেয়ালে ঝোলানো বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম খাওয়ার ছবিগুলো দেখলেই নিশ্চিতভাবে প্রতিটি দর্শনার্থীর লোভ জাগবে। 

নিজের পছন্দের ফ্লেভারের আইসক্রিমটি শুধু বেছে নিতে হবে; আর এক্সপেরিয়েন্স করার সবচেয়ে আনন্দময় পরিবেশতো তৈরি আছেই! সবার জন্য উন্মুক্ত বিভিন্ন ডিজিটাল গেমসের অংশগ্রহণমূলক প্রতিযোগিতা থাকছে এ প্যাভিলিয়নে। 

প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে রাখা হয়েছে কিছু শর্ত। সেগুলোর সাপেক্ষে অংশ নিয়ে যে কেউ জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। এ ছাড়া থাকছে ৩৬০ ডিগ্রি ক্যাম ভিডিওতে বরফে আচ্ছাদিত দুনিয়ার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা পাওয়ার সুযোগ। আর আইসক্রিম কিনলেই ফ্যান্টাসি কিংডমে ফ্রি এন্ট্রিসহ বিনা মূল্যে বিভিন্ন রাইড উপভোগের সম্ভাবনা। 

সর্বোপরি নতুন নতুন সব ফ্লেভারের আইসক্রিম খাওয়ার এ উৎসবে মন তো ভালো থাকবেই! মন ভালোর মেলা আয়োজনে পোলার আইসক্রিম আপনাদের সবাইকে প্যাভিলিয়ন সি-৪ এ স্বাগত জানাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত