নির্বাচন কমিশন ভবনে অগ্নি সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের মহড়া

বিজ্ঞপ্তি  
Thumbnail image
ইসি ভবনে ফায়ার সার্ভিসের মহড়া। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ভবনে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এই মহড়া চালানো হয়।

প্রধান নির্বাচন কমিশনারসহ কর্মকর্তাদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয় ও প্রাথমিক চিকিৎসা-উদ্ধার বিষয়ে এ সময় একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।

এরপর নির্বাচন কমিশন ভবনের সামনে অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় নির্বাচন কমিশন ভবনে কৃত্রিম অগ্নিকাণ্ড পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি টার্ন টেবল লেডারের সাহায্যে আটকে পড়া লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম দেখানো হয়। এ ছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও দেখানো হয়।

মহড়া শেষে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সচিব আখতার আহমেদ বক্তব্য দেন। তিনি বলেন, ‘এ মহড়া শুধু সচেতন করছে তা নয়, আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহযোগিতা করবে।’ তিনি এ প্রশিক্ষণ ও মহড়ায় লব্ধ অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করেন।

ইসি ভবনে ফায়ার সার্ভিসের মহড়া। ছবি: সংগৃহীত
ইসি ভবনে ফায়ার সার্ভিসের মহড়া। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ছাড়াও এ সময় সকল নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত