Ajker Patrika

ক্যাশআউট খরচ কমাল বিকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যাশআউট খরচ কমাল বিকাশ

ক্যাশ আউট খরচ কমিয়ে হাজারে ১৪ দশমিক ৯০ টাকা করলো বিকাশ। তবে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত একটিমাত্র ‘প্রিয় এজেন্ট’ নম্বরে ক্যাশ আউটে এই হ্রাসকৃত খরচ প্রযোজ্য হবে। 

অর্থাৎ গ্রাহককে এই সুবিধা পেতে ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে হবে। এই ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে আগের মতোই হাজারে ১৮ দশমিক ৫০ টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। আবার মাসে ২৫ হাজার টাকার সীমা পেরিয়ে গেলে পরবর্তী লেনদেনেও হাজারে ১৮ দশমিক ৯০ টাকা প্রযোজ্য হবে।

আজ শুক্রবার মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিকাশের এই হ্রাসকৃত চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। গ্রাহককে ক্যাশ আউটের জন্য এর বাইরে কোনো খরচ করতে হবে না।

বিকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। সেটি বিবেচনায় নিয়েই এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য ক্যাশ আউট চার্জ কমাল বিকাশ।

প্রিয় এজেন্ট নম্বর যুক্ত করবেন যেভাবে
‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকনে ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। এছাড়া *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেনু থেকে ‘প্রিয় নম্বর’ মেনু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করা যাবে।

লিংকে ক্লিক করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করার পদ্ধতির বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, দেশে মোবাইল ব্যাংকিং সেবায় ক্যাশ আউটে সবচেয়ে কম খরচ ডাক বিভাগের নগদ-এ। বিকাশসহ অন্য প্রতিষ্ঠানগুলোর খরচ নিয়ে অনেক ধরেই সমালোচনা চলছিল। অবশেষে বিকাশ শর্ত সাপেক্ষে খরচ কমাল।  প্রসঙ্গত মোবাইল ব্যাংকিং সেবায় অর্থ উত্তোলনে বেশি খরচের বিষয়টি বেশ আলোচিত। আগে শুধু ডাক বিভাগের সেবা নগদ থেকে টাকা উঠালে কম খরচে হতো। এখন সেই তালিকায় কৌশলে বিকাশও যুক্ত হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত