Ajker Patrika

বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে জেতা পুরস্কার নিলেন গ্রাহকেরা

বিজ্ঞপ্তি
বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে জেতা পুরস্কার নিলেন গ্রাহকেরা

‘বাইক হবে তাঁর, বিকাশ থেকে গ্রামীণফোনে সর্বোচ্চ রিচার্জ যার’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে মোটরসাইকেল তুলে দিয়েছে বিকাশ। এ ছাড়া দুই পর্বের ক্যাম্পেইনে মোট ১ হাজার ২০০ গ্রাহক জিতে নেন ক্যাশব্যাক, কুপনসহ বিভিন্ন পুরস্কার। 

আজ রোববার বিকাশের প্রধান কার্যালয়ে মোটরসাইকেল বিজয়ীদের হাতে প্রতীকী চাবি তুলে দেন বিকাশের কমার্শিয়াল বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাফায়াতুল ইসলাম খান এবং ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল ইসলাম চৌধুরী। 

বিকাশের অন্যতম সেবা মোবাইল রিচার্জে গ্রাহকদের আরও উৎসাহিত করতে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। গ্রাহকদের অভূতপূর্ব সাড়া ও আগ্রহের কারণে ২৩-২৯ মে তৃতীয়বারের মতো ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। এবারও বিকাশ থেকে যেকোনো গ্রামীণফোন নম্বরে সর্বোচ্চ রিচার্জে মোটরসাইকেলসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। 

বিকাশের ফেসবুক পেজ ও এই লিংকে অফারের বিস্তারিত জানতে পারবেন গ্রাহক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত